করোনা কর্ণার

টিকা নিতে অস্বীকৃতি, চাকরিচ্যুত এয়ারলাইন্সের ৬০০ কর্মী

করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ইউনাইটেড এয়ারলাইন্সের ৬০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট সকল কর্মীর টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করে। গত আগস্ট মাসে ইউনাইটেড যুক্তরাষ্ট্রভিত্তিক সকল কর্মীকে টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করে। প্রথম বড় প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড প্রথম এমন ভ্যাকসিন ম্যান্ডেট ঘোষণা দেয়৷ পরবর্তীতে আরো প্রতিষ্ঠান এই ঘোষণা দেয়। এক বিবৃতিতে ইউনাইটেড এর এক্সিকিউটিভবৃন্দ বলেন, ইউনাইটেড এয়ারলাইন্সের ৯৯ শতাংশ কর্মী টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে যাদের টিকা গ্রহণে শারীরিক এবং ধর্মীয় বিধিনিষেধ রয়েছে, তাদের নিয়মিত করোনা পরীক্ষা করানো হবে। যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে টিকা গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রতিষ্ঠানটি জানায়, 'যারা স্বাস্থ্যবিধির নির্দেশ অমান্য করবে তাদের প্রতিষ্ঠানের নিয়ম মোতাবেক কর্মক্ষেত্র থেকে অব্যাহতি দেওয়া হবে'৷ প্রতিষ্ঠানটি জানায়, প্রতিদিন দুই হাজার বাসিন্দা এই করোনার কারণে মারা যাচ্ছে। ৩০ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৫ শতাংশ৷ এই বাসিন্দাদের সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে টিকা গ্রহণ করা'। শিকাগোভিত্তিক এই এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকা বাধ্যতামূলক করায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে টেক্সাসের এক কর্মী তাদের ধর্মীয়বোধের স্থান নির্দেশনায় না রাখায় মামলা করেন। এলএবাংলাটাইমস/ওএম