করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা ৭৪ শতাংশ

যুক্তরাষ্ট্রে চালানো অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে উপসর্গসহ করোনা এবং এই সংক্রান্ত মারাত্নক রোগ প্রতিরোধে ৭৪ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। এছাড়া ৬৫ এবং এর বেশি বয়েসী বাসিন্দাদের উপর চালানো ট্রায়ালে কার্যকারিতা পাওয়া গেছে ৮৩ দশমিক ৫ শতাংশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর ফলাফলটি প্রকাশ করে। এর আগে প্রতিষ্ঠানটি দাবি করে, করোনার বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার টিকা ৭৯ শতাংশ কার্যকরি। এরপর স্বাস্থ্যকর্মকর্তারা জানান, এটি ৭৬ শতাংশ কার্যকরি। এবার যুক্তরাষ্ট্রে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেল টিকাটি ৭৪ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্র, চিলি এবং পেরুর ২৬ হাজার বাসিন্দার উপর গবেষণা করে এই ফল প্রকাশ কর হয়েছে৷ ক্লিনিক্যাল ট্রায়ালে যারা অংশ নেয়, তারা এক মাস অন্তর অন্তর টিকার এক ডোজ গ্রহণ করে। ফলাফলটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়। ফলাফলে দেখা গেছে, যারা টিকা গ্রহণ করেছে তাদের মধ্যে ১৭ হাজার ৬০০ জনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এছাড়া যে ৮ হাজার ৫০০ জন টিকা নেয়নি, তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। যারা টিকা গ্রহণ করেছেন, তাদের কেউই মারা যায়নি। জনস হপকন্স ইউনিভার্সিটির টিকা গবেষক এবং এই ট্রায়ালের ইনভেস্টিগেটর ড. এনা ডারবিন বলেন, আমি বেশ চমৎকৃত হয়েছি। করোনার ফলে সৃষ্টি মারাত্নক রোগ এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে এটি অত্যন্ত কার্যকর। এলএবাংলাটাইমস/ওএম