করোনা কর্ণার

করোনায় বিশ্বে প্রতি পাঁচ মিনিটে মারা যাচ্ছে ১ জন

বিশ্বে শুক্রবার (১ অক্টোবর) করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে যারা এখনো করোনার টিকা গ্রহণ করেনি তাদের উপর ছড়ি ঘুরাচ্ছে উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশ্বের উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যে টিকা প্রাপ্তি এবং টিকাদান কার্যক্রম নিয়ে বেশ বৈষম্য বিরাজ করছে। এর মধ্যে বেশকিছু পশ্চিমা দেশের নাগরিকেরা টিকার কার্যকারিতা বিষয়ে সন্দিহান। গত সাতদিনে বিশ্বজুড়ে মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, ম্যাক্সিকো এবং ভারতে। করোনায় প্রথম ২৫ লাখ মানুষের মৃত্যু হতে এক বছরের বেশি সময় লেগেছে। আর বাকি ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে ৮ মাসের কম সময়ে। বিশ্বজুড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একজন ব্যক্তি করোনায় মারা গেছেন। গড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর হার কমছে বিশ্বজুড়ে। তবে কয়েকদিন যাবত অনুন্নত দেশগুলোর বাসিন্দাদের টিকা প্রয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুন্নত অনেক দেশের বাসিন্দা এখনো টিকার এক ডোজও গ্রহন করেননি। অন্যদিকে ধনী দেশগুলো বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ প্রদান শুরু করেছে। ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য অনুসারে, এখন পর্যন্ত বিশ্বের অর্ধেকের বেশি বাসিন্দা টিকার এক ডোজও গ্রহণ করেনি। বর্তমানে বিশ্বের প্রধান সংক্রামক ভ্যারিয়েন্ট হলো ডেল্টা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তালিকাভূক্ত ১৯৪টি দেশের মধ্যে ১৮৭টি দেশে ডেল্টার সংক্রমণ ছড়িয়েছে। এলএবাংলাটাইমস/ওএম