করোনা কর্ণার

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

করোনা মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে সোমবার (২৭ ডিসেম্বর) । ওমিক্রন ভ্যারিয়েন্ট এর প্রভাবে আক্রান্তের সংখ্যা আরও গতি পাচ্ছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, সোমবার একদিনে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৪০ হাজার বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বড়দিনের কারণে আক্রান্তের সংখ্যা পূর্ণ লিপিবদ্ধ হয়নি বলে জানায় তারা।    এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে সোমবার। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান জানিয়েছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশজুড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন বাসিন্দা। স্বাস্থ্যমন্ত্রী এর আগে জানায়, জানুয়ারির শুরুর দিকে ফ্রান্সে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবারে ইতালি, গ্রিস, পর্তুগাল এবং যুক্তরাজ্যেও রেকর্ড সংখ্যক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে। এর আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) সাপ্তাহিক করোনা আপডেটে সতর্ক করে জানিয়েছে, ওমিক্রন এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ ভ্যারিয়েন্ট হিসেবে রয়েছে।   মঙ্গলবার প্রকাশিত আপডেট অনুসারে, ডিসেম্বরের ২৬ তারিখের পর থেকে ইউরোপে করোনা ইনফেকশন বেড়েছে ৫৭ শতাংশ এবং আমেরিকান রিজিওনে বেড়েছে ৩০ শতাংশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে অনেক কম ঝুঁকিপূর্ণ ওমিক্রন ভ্যারিয়েন্ট। ওমিক্রনে আক্রান্ত হলে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির সম্ভাবনা ডেল্টার থেকে ৩০ থেকে ৭০ শতাংশ কম থাকে। তবে তাঁরা আশঙ্কা করছেন, বহু সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলে হাসপাতাল উপচে পরতে পারে। এলএবাংলাটাইমস/ওএম