করোনা কর্ণার

অবশেষে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা পাবে করোনা টিকা

শুক্রবারে (১৭ জুন) মার্কিন যুক্তরাষ্ট্র ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা দেওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছে। এফডিএ-এর উপদেষ্টাদের একটি প্যানেল ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮ মিলিয়ন শিশু মহামারী শুরু হওয়ার দেড় বছর পরে টিকা গ্রহণ করার জন্য যোগ্য বিবেচিত হবে। এখন সিডিসি করোনা টিকার ডোজ এবং কিভাবে ডোজ দেওয়া হবে সেটি নির্ধারণ করে দিবে। শনিবারে (১৮ জুন) সিডিসি এই বিষয়ে নির্দেশনা দিবে বলে জানিয়েছে। সিডিসি ডিরেক্টর রোসেল ওয়েলনস্কি বলেন,’মহামারীদের এখন শিশুদের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের কর্তব্য এখন শিশুদের রক্ষা করা।‘ মর্ডানা এবং ফাইজার উভয় শিশুদের জন্য ভিন্ন উপায়ে টিকার ডোজ তৈরি করেছে। . ৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য ফাইজারের টিকা প্রাপ্তবয়স্কদের ডোজ এর দশমাংশ।বাচ্চাদের তিনটি শট প্রয়োজন: প্রথম দুটি তিন সপ্তাহের ব্যবধানে এবং শেষ অন্তত দুই মাস পরে। মডার্নার দুটি শট শিশুদের দিতে হবে। প্রতিটি শট প্রাপ্তবয়স্ক ডোজ এর এক চতুর্থাংশ। ৬ বছরের কম বয়সী বাচ্চাদেরকে প্রায় চার সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ