করোনা কর্ণার

গ্রীষ্মে আবারও আছড়ে পড়বে করোনার ঢেউ!

গ্রীষ্মে আবারও করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়বে দেশ জুড়ে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এমন আশঙ্কা করছেন। গত কয়েক মাস আগেই শনাক্ত হয়েছিল ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.5। এটিই এখন যুক্তরাষ্ট্রের প্রধান ডমিনেন্ট স্ট্রেইন হয়ে উঠেছে। এই সাবভ্যারিয়েন্ট খুব উচ্চ সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেছেন, তাদের জন্যও এই ভ্যারিয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ। সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারের ড. নিকোন ভ্যান গ্রনিনজেন জানান, অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই এটির ইমিউন ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে। এটি কার্যক্ষমতা বাড়াতে চায় এবং আসন্ন গ্রীষ্মে এটির দ্বারা সংক্রমণের মাত্রা আরও বেড়ে যেতে পারে। ক্যালিফোর্নিয়ায় বর্তমানে শনাক্তের হার ১৫ শতাংশ। এপ্রিল মাসের থেকে এটি ১০ শতাংশ বেশি। এদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে শনাক্তের হার ১৬ দশমিক ৯ শতাংশ। এদিকে আরেক বিশেষজ্ঞ চিকিৎসক ড. ডিন ব্লুমবার্গ জানান, এই সাবভ্যারিয়েন্টের ফলে একাধিকবারের বেশি সংক্রমণ হতে পারে। এছাড়া এর ফলে আরও কিছু জটিলতা আছে যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অন্যান্য লং-টার্ম জটিলতা দেখা দিতে পারে। তবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়াতে এখনও টিকাগ্রহণ সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখছে। হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা এখনও কম আছে। তবে আগামী ২ সপ্তাহে যদি সংক্রমণ অনেক বেড়ে যায় তবে আবার মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রন প্রতিরোধী টিকা আসন্ন ফল মৌসুমে বাজারে আসতে পারে। তবে এর আগেই অন্যান্য টিকাগুলো গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এলএবাংলাটাইমস/ওএম