স্বাস্থ্য

রহস্যময় লিভারের অসুখে মৃত ১, দ্রুতগতিতে ছড়াচ্ছে একাধিক দেশে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে আবিষ্কৃত রহস্যময় লিভারের অসুখে এ পর্যন্ত একজন শিশু মারা গিয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই পর্যন্ত একাধিক দেশ থেকে এই রহস্যময় রোগের ১৬৯টি কেস পাওয়া গিয়েছে।
এক মাস থেকে ১৬ বছর বয়সী শিশুদের মাঝে এই রোগ পাওয়া গিয়েছে। ১৭ বছর বয়সী যারা এই রোগে আক্রান্ত হয়েছে, তাদের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে। সর্বপ্রথম এই রোগটি ব্রিটেনে পাওয়া গিয়েছে যেখানে ১১৪ জন শিশু আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে যে এই রোগের সাথে ঠান্ডার জীবানু হিসেবে পরিচিত এডেনোভাইরাসের সম্পর্ক থাকতে পারে।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে,’এডেনোভাইরাস একটি প্রভাবক হিসেবে থাকতে পারে কিন্তু এখনো এটা নিয়ে তদন্ত করা বাকি।‘ আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৭৪ জনের মাঝে এডেনোভাইরাস দেখা গিয়েছে। আর ২০ জন করোনা পজিটিভ। সংস্থাটি জানিয়েছে যে আক্রান্ত দেশগুলি শিশুদের হেপাটাইটিসের ক্ষেত্রে তাদের নজরদারি বাড়াচ্ছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ