লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ভুয়া বন্দুক নিয়ে শ্যুটিংকালে বাংলাদেশি আমেরিকান যুবক আটক

লস এঞ্জেলেসে ভুয়া বন্দুক নিয়ে শ্যুটিংকালে বাংলাদেশি আমেরিকান যুবকদের একটি দলকে আটক করেছে এলএপিডি। অনুমতি ছাড়া চার্চের ভেতরে শ্যুটিংয়ের দায়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২৯ অক্টোবর লস এঞ্জেলেসের ইস্ট হলিউডের একটি চার্চে ভুয়া অস্ত্র নিয়ে ভিডিও শ্যুটিং করছিল একদল তরুণ-যুবক। তখন স্থানীয়রা পুলিশ ডাকলে পুলিশ এসে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে বাংলাদেশি আমেরিকান যুবকও রয়েছে।

পুলিশ জানায়, উক্ত চার্চে অনুমতি ছাড়া ভুয়া বন্দুক নিয়ে ভিডিও শুটিং চলাকালীন এলাকার মধ্যে ভীতির সৃষ্টি হয়। এরপর এলএপিডি পুরো এলাকা ঘেরাও করে এবং সবাইকে গ্রেফতার করে।
খবরটি ফলাও করে প্রচার করছে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন।

পুলিশ বলছে, গত সপ্তাহে আমেরিকায় ইহুদিদের উপাসনালয়ে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। সে জন্য প্রতিবেশীরা এই দৃশ্য দেখে ভয় পায় এবং পুলিশকে খবর দেয়।

স্থানীয় প্রবাসী ও কমিউনিটির বিজ্ঞজনেরা জানান, কমিউনিটি প্রত্যেক অভিভাবকদের উচিত তাদের সন্তানদের উপর নজর রাখা। তাদের আইন মোতাবেক চলার পরামর্শ প্রদান করা। একই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর সব সময় নজর রাখা। তা না হলে এমন আরও অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।