লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) ভয়াবহ এই মাইলফলক স্পর্শ করেছে রাজ্যটি। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি বাসিন্দা বসবাস করে থাকেন। ফলে ৩০ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হওয়াটা আশ্চর্যজনক না হলেও আক্রান্তের হার খুব দ্রুত গতিতে বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। গত বছরের ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ২০ লাখ বাসিন্দা আক্রান্ত ছিলো। মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই আক্রান্ত বেড়েছে ১০ লাখ। ক্যালিফোর্নিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের জানুয়ারির ২৫ তারিখে। এরপর ২০ লাখ বাসিন্দার আক্রান্ত হতে সময় লেগেছে ২৯২ দিন। কিন্তু এরপর মাত্র ৪৪ দিনে বাকি আরো ১০ লাখ বাসিন্দা আক্রান্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার পর আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে আরো দুই বৃহৎ রাজ্য টেক্সাস ও ফ্লোরিডা। টেক্সাসে আক্রান্তের সংখ্যা হলো ২০ লাখ আর ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা হলো ১৫ লাখ। এদিকে, ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত করোনায় মারা গেছে আরো ৩৩ হাজার ৬০০ জন বাসিন্দা। গত দুই সপ্তাহ যাবত গড়ে প্রতিদিন ৫০০ জন বাসিন্দা মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন আরো ৪০ হাজার বাসিন্দা। এলএবাংলাটাইমস/ওএম