গত ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রবিবারে লস এঞ্জেলেসে বাংলাদেশ মেলায় “এলএ বাংলাটাইমস” কে বেস্ট মিডিয়া এ্যাওয়ার্ড দেওয়া হয়। “এলএ বাংলাটাইমস” এর প্রেসিডেন্ট জনাব আব্দুস সামাদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন বাফলার সাবেক প্রেসিডেন্ট জনাব শিপার চৌধুরী। লস এঞ্জেলেস বাঙ্গালী কমিউনিটিতে অনন্য অবদানের জন্য এ এওয়ার্ড দেয়া হয়। এসময় মেলায় উপস্থিত ৫/৬ হাজার দ্শক করতালি দিয়ে অভিন্দন জানায়। মেলার আয়োজন করা হয় লিটিল বাংলাদেশের শ্যাটো রিক্রিয়েশন সেন্টার। “বাংলাদেশ মেলা-২০১৫” এ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়েছিল। পাশাপাশি লস এঞ্জেলেস কমিউনিটিতে বিভিন্ন সামাজিক কার্যক্রমের স্বীকৃতির আয়োজনও ছিলও।
যারা লস এঞ্জেলেসে বসবাস রত বাংলাদেশী সম্প্রদায়ের মাঝে কল্যাণ মূলক কাজ করেছেন তাদের এদিন এ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। তাদের অনুপ্রাণিত করা হয়।
“সত্যের সাথে প্রবাসীদের পাশে” এ মুলমন্ত্র নিয়ে “এলএ বাংলাটাইমস” ২০১৪ সালের ০৯ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে লস এঞ্জেলেস বাংলাদেশ কমিউনিটির সকল কার্যক্রমে সব সময় সাথে থেকে তার মিডিয়া কাভারেজ দিয়েছে। অধিকাংশ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে। “এলএ বাংলাটাইমস” সব সময় একটা জিনিস মেনে চলে। তা হলো , নিরপেক্ষতা ও গ্রহন যোগ্যতা । বিভিন্ন সামাজিক কাজেও “এলএ বাংলাটাইমস” এর অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল লস এঞ্জেলেসে এলে তাদের যে ভিশন আন্তরিক সহযোগিতা করেছে “এলএ বাংলাটাইমস” , তা লস এঞ্জেলেসের সবাই জানে। “এলএ বাংলাটাইমস” এর প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সামাদ সব সময় কলম ও ক্যামেরা নিয়ে লস এঞ্জেলেসের আনাচে কানাচে ঘুরে বেড়ান। সংবাদের খোজে।
“এলএ বাংলাটাইমস” এর সত্ত্বাধিকারী জনাব আব্দুস সামাদ জানান, এ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকে দেশী-বিদেশি অনেক ব্যক্তি ফোন করে স্বাদুবাদ জানান। তারা বলেন, “এলএ বাংলাটাইমস” তার নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার পুরস্কার পেয়েছে। বর্তমানের মত যেন সবসময় নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশন করে। যেন দলীয় দৃষ্টিকোন থেকে যেন কোন সংবাদ না প্রকাশ করে। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য তারা নিয়মিত “এলএ বাংলাটাইমস” পড়েন। পরিশেষে জনাব আব্দুস সামাদ সকলের কাছে দোয়া চেয়েছেন যেন “এলএ বাংলাটাইমস” কমিউনিটির আরও সেবা করতে পারে ।
যারা লস এঞ্জেলেসে বসবাস রত বাংলাদেশী সম্প্রদায়ের মাঝে কল্যাণ মূলক কাজ করেছেন তাদের এদিন এ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। তাদের অনুপ্রাণিত করা হয়।
“সত্যের সাথে প্রবাসীদের পাশে” এ মুলমন্ত্র নিয়ে “এলএ বাংলাটাইমস” ২০১৪ সালের ০৯ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে লস এঞ্জেলেস বাংলাদেশ কমিউনিটির সকল কার্যক্রমে সব সময় সাথে থেকে তার মিডিয়া কাভারেজ দিয়েছে। অধিকাংশ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে। “এলএ বাংলাটাইমস” সব সময় একটা জিনিস মেনে চলে। তা হলো , নিরপেক্ষতা ও গ্রহন যোগ্যতা । বিভিন্ন সামাজিক কাজেও “এলএ বাংলাটাইমস” এর অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল লস এঞ্জেলেসে এলে তাদের যে ভিশন আন্তরিক সহযোগিতা করেছে “এলএ বাংলাটাইমস” , তা লস এঞ্জেলেসের সবাই জানে। “এলএ বাংলাটাইমস” এর প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সামাদ সব সময় কলম ও ক্যামেরা নিয়ে লস এঞ্জেলেসের আনাচে কানাচে ঘুরে বেড়ান। সংবাদের খোজে।
“এলএ বাংলাটাইমস” এর সত্ত্বাধিকারী জনাব আব্দুস সামাদ জানান, এ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকে দেশী-বিদেশি অনেক ব্যক্তি ফোন করে স্বাদুবাদ জানান। তারা বলেন, “এলএ বাংলাটাইমস” তার নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার পুরস্কার পেয়েছে। বর্তমানের মত যেন সবসময় নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশন করে। যেন দলীয় দৃষ্টিকোন থেকে যেন কোন সংবাদ না প্রকাশ করে। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য তারা নিয়মিত “এলএ বাংলাটাইমস” পড়েন। পরিশেষে জনাব আব্দুস সামাদ সকলের কাছে দোয়া চেয়েছেন যেন “এলএ বাংলাটাইমস” কমিউনিটির আরও সেবা করতে পারে ।