গত ২৭শে সেপ্টেম্বর রবিবার লস এঞ্জেলেসের রিয়া অডিটোরিয়াম এ সম্মিলিত বিজয় দিবস আয়োজন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় বাংলার বিজয় বহর ও বিজয় রেলী ও বিজয় মেলার আয়োজকবৃন্দ ছাড়াও লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সমন্নয়কারী জনাব মাসুদ রব চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতেই লং বিচের সাইদ আবেদ নিপু উপস্তিত হলে সকলের তোপের মুখে পড়েন।
সকলেই তাকে একবাক্যে সভাস্থল ত্যাগ করতে বলেন। অনেকে তাকে মারতে উদ্যত হন।
এমনি এক পর্যায়ে তার অশালীন কথা বার্তায় তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
সভায় সকলে সর্বসম্মতিক্রমে তাকে বিজয় বহর থেকে বহিস্কার করেন।
তার মত বেয়াদবকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য কবি মুক্তাদির চৌধুরী তরুণ সকলকে আহ্বান জানিয়েছেন।
সভায় বাংলার বিজয় বহর ও বিজয় রেলী ও বিজয় মেলার আয়োজকবৃন্দ ছাড়াও লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সমন্নয়কারী জনাব মাসুদ রব চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতেই লং বিচের সাইদ আবেদ নিপু উপস্তিত হলে সকলের তোপের মুখে পড়েন।
সকলেই তাকে একবাক্যে সভাস্থল ত্যাগ করতে বলেন। অনেকে তাকে মারতে উদ্যত হন।
এমনি এক পর্যায়ে তার অশালীন কথা বার্তায় তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
সভায় সকলে সর্বসম্মতিক্রমে তাকে বিজয় বহর থেকে বহিস্কার করেন।
তার মত বেয়াদবকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য কবি মুক্তাদির চৌধুরী তরুণ সকলকে আহ্বান জানিয়েছেন।