লস এঞ্জেলেস

ব্যানিংয়ে ভয়াবহ আগুনে দুইজন আহত, বহু মানুষ গৃহহীন

রবিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার ব্যানিং শহরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একাধিক বাড়িঘর পুড়ে গেছে এবং কমপক্ষে দুইজন আহত হয়েছেন। আগুনে ১৩ জন প্রাপ্তবয়স্ক ও ৬ জন শিশুকে তাদের বাসস্থান থেকে সরে যেতে হয়েছে বলে নিশ্চিত করেছে ক্যাল ফায়ার। রিভারসাইড কাউন্টি দমকল বিভাগ জানিয়েছে, দুপুর ১টার কিছু আগে ওয়েস্ট হেইস ও নর্থ ১২তম স্ট্রিট এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। চার স্তরে উন্নীত হওয়া এই অগ্নিকাণ্ডে অন্তত সাতটি বাড়ি, একটি শেড ও একটি গাড়ি পুড়ে যায়। পাশের বাড়ির বাসিন্দারা নিজেরা ছাদের উপর পানি ঢেলে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একাধিক স্থানে ভয়াবহ ক্ষতি করে। একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন এবং এক দমকলকর্মী সামান্য আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। আগুন কীভাবে লাগলো, তা এখনও তদন্তাধীন রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম