লস এঞ্জেলেস

ট্রাম্প লস এঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিকের জন্য টাস্ক ফোর্স গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের সফল আয়োজন নিশ্চিত করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের জন্য শিগগিরই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এই টাস্ক ফোর্সে ট্রাম্প নিজেই নেতৃত্ব দেবেন এবং তার মন্ত্রিসভার সদস্যরাও এতে অংশ নেবেন। টাস্ক ফোর্সটি লস এঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিকের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তদারকির দায়িত্ব পালন করবে। হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। সাধারণত এমন টাস্ক ফোর্সগুলো স্থানীয় বা রাজ্য পর্যায়ে গঠিত হলেও, এবার এটি ফেডারেল সরকারের একটি উদ্যোগ, যা ট্রাম্পের সরাসরি নেতৃত্বে পরিচালিত হবে। গত মাসে তিনি “One Big Beautiful Bill Act” নামে একটি আইনেও স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে অলিম্পিক আয়োজনের নিরাপত্তা, পরিকল্পনা ও অন্যান্য খরচের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ নিশ্চিত হয়েছে। অলিম্পিক আয়োজন কমিটি LA28-এর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কেইসি ওয়াসারম্যান এক বিবৃতিতে বলেন, “এই টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে আমাদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং আমরা বিশ্বের সামনে ইতিহাসের সেরা অলিম্পিক গেমস উপস্থাপন করতে পারব।” তবে, এই টাস্ক ফোর্স গঠনের পদক্ষেপটি লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের প্রতিক্রিয়া কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তারা সম্প্রতি অভিবাসন বিরোধী অভিযান মোকাবিলায় ট্রাম্পের ফেডারেল বাহিনী মোতায়েনের বিরোধিতা করায়, তাদের এই উদ্যোগে আপত্তি জানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকের সুষ্ঠু ও নিরাপদ আয়োজনের লক্ষ্যে এই টাস্ক ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম