নিউইয়র্ক

নিউইয়র্ক সিটির বিচার ব্যবস্থার সমালোচনায় স্পিকার মেলিসা

খোদ সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক ভিভেরিতো বললে নিউইয়র্কের বিচার

ব্যবস্থায় ত্রুটি রয়েছে। আর তাই লঘু অপরাধ করে সচ্ছলরা জরিমানা দিয়ে জামিন পেয়ে যাচ্ছে,

অন্যদিকে দরিদ্ররা সেই একই অপরাধের জন্য কমপক্ষে ১৪ দিন রাইকারস আইল্যান্ডের কারাগারে

কাটিয়ে আসে।
এশিয়ান-প্যাসিফিক হেরিটেজ মান্থন্থ উদযাপনের অংশ হিসাবে প্রথমবারের মত নিউইয়র্কের এশিয়ান

কমিউনিটির সাংবাদিকদের সাথে রাউন্ড টেবিল বৈঠকে তার এই অভিমত ব্যক্ত করেন নিউইয়র্ক

সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা।
গত ১০ মে সিটি হলে  স্পিকারের সভা কক্ষে আয়োজিত এই বৈঠকে এশিয়ান কমিউিনিটির বিভিন্ন

সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন বাংলাদেশ, বারত, পাকিস্তান, চীন, ফিলিপাইন সহ বিভিন্ন

দেশের সাংবাদিকরা।
সিটি স্পিকার আরো বলেন, ছোটখাটো নন ভায়োলেন্ট এবং আইন অমান্য ঘটনা- যার মধ্যে রয়েছে

সাবওয়ে টিকিট না কেটে ভ্রমনের চেষ্ঠা- এমন লঘু অপরাধের ক্ষেত্রে বিচারকরা মাত্র ২০ ভাগ

মামরায় জামিন দেন। কারন এরমধ্যে ১২ ভাগ অভিযুক্তরা জামিনের আবেদন মেইল করে পাটান,

বাকী ৮৮ ভাগকে ছোটখাটো অপরাধের শুনানীর জন্য কারেকশন সেন্টার বা রাইকারস আইল্যান্ডে

২৪ দিন পর্যন্ত থাকতে হচ্ছে। আর এমন গ্রেপ্তার বা জেলবাসের রেকর্ডের কারনে অনেকেই চাকুরী

হারাচ্ছে, বাড়ী হারাচ্ছে অথবা ইমিগ্রেশন সমস্যায় পড়ছে।
এসব লঘু অপরাধের ক্ষেত্রে পুলিশ ও কোর্টের হয়রানী থেকে নগরবাসীকে সহায়তা করতে সিটি

কাউন্সিল কাজ করছে বলে জানালেন স্পিকার মেলিসা বিভেরিতো।