নিউইয়র্ক

জুলাইতে মার্কিন অর্থনীতিতে যোগ ১.৮ মিলিয়ন চাকরি


করোনা মহামারির পর চাকরির বাজার হয়েছে সবচেয়ে নাজুক। এরমধ্যে জুলাইয়ে বিভিন্ন সেক্টরে ১.৮ মিলিয়ন চাকরি যুক্ত হয়েছে। তবে মহামারির কারণে হারানো চাকরির সংখ্যা এখনো ১২.৯ মিলিয়ন। এছাড়া জুনও মাসে ৪.৮ মিলিয়ন চাকরি উন্মুক্ত হয়েছিল।


দ্য ব্যুরো অব লেবার স্ট্যাটেসটিকস শুক্রবার জানিয়েছে, বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ১০.২ শতাংশ। তবে তা ২০০৯ সালে মহামন্দার চেয়ে ১০ শতাংশ বেশি।

করোনাভাইরাসের পর হতে বেকারত্বের সংখ্যা বুঝতে সরকারকে হিমশিম খেতে হয়েছে। কারণ অনেকের চাকরি সাময়িকভাবে স্থগিত হয়েছিল তবে স্থায়ীভাবে তাদের কর্মহীন বলা যাচ্ছিল না। তাই প্রতিমাসেই এ হিসেবটা ভুলভাবে ছিল।

বিভিন্ন রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু।  সরকারি সহায়তা ফুরিয়ে যাওয়ায় অর্থনীতিতে যুক্ত হওয়া। নানা কারণে এখন চাকরির বাজার বড় হচ্ছে। 

সম্প্রতি কর্নেল ইউনিভার্সিটির এক প্রতিবেদনে দেখা গেছে শতকরা ৩১ শতাংশ শ্রমিক যারা চাকরি পেয়েছিলেন তারা পুনরায় চাকরি হারিয়েছেন। আরও ২৬ শতাংশকে বলা হয়েছে তারাও চাকরি হারাতে পারেন।

 এছাড়া বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় চাকরির বাজারে পুনরায় অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছে অ্যারিজোনা, ফ্লোরিডা ও টেক্সাস।


এলএবাংলাটাইমস/এনএইচ