নিউইয়র্ক

দ্বিতীয় ধাপের প্রণোদনা পেতে পারেন যেসব মার্কিনিরা?


দ্বিতীয় ধাপের প্রণোদনায় দেওয়া হতে পারে ১২ শ মার্কিন ডলার করে। কংগ্রেস বিল পাস করলে কারা নতুন করে অর্থ পাবেন বা কারা বাদ যাবেন তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। 

ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে শিগগিরই। অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, ডেমোক্র্যাটরা একটু ছাড় দিলেই এটা সম্ভব। সরাসারি মার্কিনিদের আরও একটি পেমেন্ট দিতে একমত দুদলই।

রিপাবলিকান প্রস্তাবিত হিলস (হেলথ, ইকোনমিক, লায়াবিলিটি প্রটেকশন ও স্কুল অ্যাসিসটেন্স) অ্যাক্ট (প্রস্তাবিত ১ ট্রিলিয়ন ডলার) পাস হলে যারা অর্থ সহায়তা পাবেন:

হিলস অ্যাক্ট পাস হলে তা অনেকটা কেয়ারস ( দ্য করোনাভাইরাস এইড, রিলিফ অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি) অ্যাক্টের মতোই ৫০০ ডলার করে পেমেন্ট অনুসরণ করবে নির্ভরশীলদের জন্য। যদিও কোনো বয়সের সীমাবদ্ধতা থাকবে না।

যেসব মার্কিনির সঠিক মোট আয় ৯৯ হাজার ডলারের নিচে, পরিবারের কর্তা, যার আয় ১ লাখ ৪৬ হাজারর ৫০০ মার্কিন ডলারের কম, যেসব দম্পত্তির (সন্তান নেই) আয় ১ লাখ ৯৮ হাজার মার্কিন ডলারের নিচে, যেকোনো বয়সের নির্ভরশীলরা এই আইনে প্রণোদনার অর্থ পাবেন।

মার্চে পাস হওয়া কেয়ারস অ্যাক্ট (পাস হওয়া ২.২ ট্রিলিয়ন ডলার) অনুসারে ৫০০ ডলারের নির্ভরশীল চেক গ্রহণের বয়স ছিল ১৬ কিংবা তার কম বয়স। কলেজ শিক্ষার্থী যাদের বসয় ২৪ বছরের কম ,তারা এই চেকের যোগ্য ছিল না। যারা জেলে রয়েছে, মৃত তাদেরও বাদ দেওয়া হতে পারে। এছাড়া ঋণগ্রস্ত থাকলেও  ব্যাংক এই অর্থ জব্দ করতে পারবে না।

ডেমোক্র্যাট প্রস্তাবিত দ্য হিরো’স ( হেলথ অ্যান্ড, ইকোনমিক রিকভারি অমনিবাস ইমার্জেন্সি সলিউশনস) অ্যাক্টে (প্রস্তাবিত ৩ ট্রিলিয়ন ডলার) যাদের জন্য সুপারিশ রয়েছে:

যেসব মার্কিনির ২০১৮ থেকে সঠিক মোট আয় ৯৯ হাজার মার্কিন ডলারের নিচে, কলেজ স্টুডেন্টস, ১৭ বছরের ওপরের নির্ভরশীলরা, ৫ সদস্যের পরিবার, এসএসডিআই গ্রহণকারীরা, মার্কিন নাগরিক না হলেও যারা ট্যাক্স রিটার্ন জমা দেয়। যদিও পাশ হওয়া কেয়ারস অ্যাক্ট এ  ‘এলিয়েন’ ঘোষণা করাদের জন্য এ সুবিধা ছিল না।



এলএবাংলাটাইমস/এনএইচ