নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়লো ইউরোপেও

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। প্রায় ১০০টি দাবানলে ভস্মীভূত হচ্ছে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনসহ বেশ কিছু রাজ্যের বন ও জমি। মারাত্মক দূষিত হয়েছে উঠেছে আক্রান্ত অঞ্চলের বাতাস৷ 

ন্যাশনাল এয়ার ইনডেক্স সূত্র জানিয়েছে, দাবানলের ধোঁয়ায় উত্তর আমেরিকার আকাশ ছেয়ে গেছে। এমনকি দাবানলের ধোঁয়া ইউরোপের আকাশেও পৌঁছে গেছে। 

ইউরোপীয় ইউনিয়ন কপারনিসাস এটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস) জানিয়েছে, ইউরোপের আকাশে প্রায় ৮০০০ মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা দিয়েছে। এই ধোঁয়া বায়ুমণ্ডলে মারাত্মক দূষণ ঘটাচ্ছে। আমেরিকা থেকে আসা ধোঁয়ার মাত্রা ও স্কেল নিয়মিত মনিটরিং করছে সংস্থাটি। 

বিশেষজ্ঞরা বলছেন, ছাই ও ধোঁয়া মিশ্রিত বাতাসের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা রয়েছে। অরেগনের বেশ কয়েকটি শহরের বাতাসে সর্বকালের সবচেয়ে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে।

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১২টির বেশি বৃহৎ দাবানলে গত মাস থেকে এখন পর্যন্ত রাজ্য তিনটির প্রায় ৪০ লাখ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওয়াশিংটনের বেশ কয়েকটি ছোট শহরসহ প্রায় ৪০০০ কাঠামো ধসে গেছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড ফায়ার প্রটেকশন সূত্র জানিয়েছে, ২৫টি দাবানল ক্যালিফোর্নিয়ায় সক্রিয় রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি দাবানল গত মাসের মাঝামাঝি থেকে সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যু হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১৭ হাজার ফায়ার সার্ভিস কর্মী। 

অরেগন রাজ্যেও দাবানলের কারণে পুড়ছে লাখ লাখ একর জমি ও বনভূমি। এখন পর্যন্ত দাবানলের কারণে রাজ্যটিতে আটজনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার ট্রাম্প অরেগন রাজ্যে 'জরুরি বিপর্যয়' এর ঘোষণা দেন। 


এলএবাংলাটাইমস/ওএম