নিউইয়র্ক

উদ্বেগ ও বিষন্নতা বেড়েছে যুক্তরাষ্ট্রে, নেপথ্যে করোনা

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে উদ্বেগ ও বিষন্নতার হার বেড়েছে। চলমান করোনাভাইরাসের কারণে আগের থেকে অনেক বেশি উদ্বিগ্নতা ও বিষন্নতাসহ নানাবিধ মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। 

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জার্নাল সায়েন্স এডভান্স প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাসিন্দারা অন্যান্য সময়ের থেকে বর্তমানে অনেক বেশি মানসিক অবসাদে ভুগছেন। এরমধ্যে বাসিন্দাদের মধ্যে বিষন্নতা বেড়েছে বহুগুণ। আর নানাবিধ মানসিক সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে মহামারি করোনাভাইরাস।

গবেষণায় উঠে এসেছে, বিষন্নতার হার বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চাকরিহীনতা। চলমান করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কর্মস্থল হারিয়েছে লাখ লাখ বাসিন্দা। ফলে বাসিন্দাদের মধ্যে বেড়েছে বিষন্নতার হার। 

এরপরেই আছে করোনাভাইরাস সংক্রমণের ভয়। গবেষণায় দেখা গেছে, মানুষের সাথে মিশতে কিংবা কাছের মানুষের ক্ষেত্রেও এখন অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আর ক্রমাগত সংক্রমণের ভয়ের কারণে বাড়ছে বিষন্নতা৷ 

এছাড়াও গবেষণায় বিষন্নতা বাড়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে উল্লেখ্য করা হয়েছে করোনাভাইরাস বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। করোনাভাইরাসের কারণে মানুষ গড়ে সাত ঘন্টার মতো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দেখে সময় কাটায়। কিন্তু গণমাধ্যমের বিভ্রান্তিকর ও সাংঘর্ষিক তথ্যের কারণে নাগরিকরা আরো বেশি বিষন্নতায় আক্রান্ত হচ্ছেন। 

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে গবেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিষন্নতাসহ নানাবিধ মানসিক ব্যধি বাড়বে। 

প্রসঙ্গত, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত ষাট লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন এক লাখ নিরানব্বই হাজার দুইশো ষাট জন। 


এলএবাংলাটাইমস/ওএম