নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য ৬০ বিলিয়ন!

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ওরাকল ও ওয়ালমার্টের এর সাথে টিকটকের চুক্তিকে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন ডাউনলোড ও ব্যবহারের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো - সেটি প্রত্যাহার হলো। 

এদিকে, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের পেরেন্ট প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে টিকটকের মূল্য ৬০ বিলিয়ন নির্ধারণ করার কথা ভাবছে বলে জানিয়েছে একটি সূত্র। 

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ১২.৫ শতাংশ মালিকানা নিবে ওরাকল, ৭.৫ শতাংশ মালিকানা থাকবে ওয়ালমার্টের। আর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ও কন্টেন্ট মজুদ থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর হাতে। 

ফলে, যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য যদি ৬০ বিলিয়ন নির্ধারিত হয়, তবে ওরাকল ও ওয়ালমার্টকে সম্মিলিতভাবে ১২ বিলিয়ন ডলার দিতে হবে বাইটড্যান্সকে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য কতো হবে, সেটি চূড়ান্ত হয়নি। আর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওরাকল, ওয়ালমার্ট কিংবা বাইটড্যান্স। 

এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নতুনভাবে টিকটক এপ এর ডাউনলোড ও ব্যবহার বন্ধ করা হবে। পরেই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করে বাইটড্যান্স। 

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন দাবি করেছেন, টিকটকের মাধ্যমে চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছেন ও চীনা সরকারকে সেটি পাচার করে দিচ্ছেন। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করতে পারেনি যুক্তরাষ্ট্র।


এলএবাংলাটাইমস/ওএম