নিউইয়র্ক

টেক্সাসের পানিতে মিললো মগজ খেকো অ্যামিবা!

যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেক জ্যাকসনের সঞ্চালন লাইনের পানিতে 'মগজ খেকো অ্যামিবার' খোঁজ পাওয়া গেছে। ফলে বাসিন্দাদের সঞ্চালনের পানি পান করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা জানিয়েছে, ল্যাব পরীক্ষায় পানি সরবরাহের সিস্টেমে ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এই অ্যামিবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে।

ফলে কর্তৃপক্ষ শুক্রবার ওই এলাকার লোকজনকে টয়লেট ফ্ল্যাশ করা ছাড়া আর কোনো কাজে সঞ্চালন লাইনের পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। লেক জ্যাকসন এলাকার কর্মকর্তারা বলেছে, পানি সঞ্চালন লাইন জীবাণুমুক্ত করার কাজ চলছে। তবে এ কাজে কত সময় লাগবে, তাঁরা জানাতে পারেননি।

তবে লেক জ্যাকসনের কর্মকর্তারা বলেন, ওই এলাকার মানুষ পানি ব্যবহার করতে পারলেও তা পান করার আগে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। এ ছাড়া গোসলের সময় পানি যাতে নাকে না ঢোকে, তা খেয়াল রাখতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন শিশু ও বৃদ্ধরা এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বেশি।

লেক জনসন সিটির ব্যবস্থাপক মডেস্টো মান্ডো বলেন, এ মাসের শুরুর দিকে ছয় বছর বয়সী এক শিশু মগজের সংক্রমণে মারা যাওয়ার পর পানি সরবরাহ লাইনে পরীক্ষা করা হয়।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, 'নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এ অ্যামিবা দূষিত পানির মাধ্যমে ছড়ায়। পানির মাধ্যমে নাক দিয়ে এ অ্যামিবা মস্তিষ্কে ঢুকে যায় এবং স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এ ছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে। 

তবে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ‘নিগলেরিয়া ফাওলেরি’ সংক্রমণের হার খুবই কম। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৪ জন আক্রান্ত হয়েছেন। 



এলএবাংলাটাইমস/ওএম