নিউইয়র্ক

প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে (বিতর্ক) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেন। ৩ নভেম্বর নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট ডিবেটসহ মোট চারটি ডিবেটে অংশ নিবেন প্রার্থীরা৷ 

মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের কেস ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটি এন্ড ক্লিভল্যান্ড ক্লিনিকে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটের মুখোমুখি হতে যাচ্ছেন নির্বাচনের দুই দলের প্রার্থী। প্রথম ডিবেটের সঞ্চালক হিসেবে থাকবেন ফোক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস৷ 

প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটের জন্য কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়া ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। যেকোনো স্থানীয় টিভি চ্যানেল ও নিউজ ওয়েবসাইটে ডিবেট সরাসরি সম্প্রচার করা হবে। প্রতেক প্রার্থী ৬টি ধাপে ১৫ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প ও বাইডেন নিজেদের বিভিন্ন সময় দেওয়া বিবৃতি, করোনাভাইরাস ইস্যু, সুপ্রিম কোর্ট ইস্যু, দেশটির অর্থনীতি, চলমান বর্ণবৈষম্য ও এইসব নিয়ে সৃষ্ট সহিংসতা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলবেন।

পরবর্তী প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হবে ইউটাহ তে। এবারের নির্বাচনে জয় পেতে দুই প্রার্থীর জন্যই ইউটাহ ও ওহাইও খুবই শুরুত্বপূর্ণ রাজ্য। তাই আসন্ন বিতর্কে ওই অঞ্চলের ভোটারদের কি কৌশলে নিজের দলে টানবেন প্রার্থীরা, সেটিই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ 

তবে নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট বাধ্যতামূলক নয় যুক্তরাষ্ট্রে। ডেমোক্র্যাটদের অনেকেই জো বাইডেনকে ডিবেটে অংশ না নিতেও পরামর্শ দিয়েছিলেন। এর কারণ হিসেবে তাঁরা বলেছিলেন, ট্রাম্প তার চতুর মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জাতীয় পর্যায়ে পার পেয়ে যেতে পারেন। তবে জো বাইডেন বলেছেন, বিতর্কে ট্রাম্পের প্রতিটা কথা ও তথ্য যাচাই করেই তবে উত্তর দেওয়া হবে।


এলএবাংলাটাইমস/ওএম