নিউইয়র্ক

দ্বিতীয় নাগরিক প্রণোদনার আলোচনা পণ্ড আবারো

এবারও দ্বিতীয় নাগরিক প্রণোদনার আলোচনা পণ্ড হলো। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণোদনা প্রস্তাবনা খারিজ করে দিয়েছেন। ফলে নির্বাচনের আগে আদৌ দ্বিতীয় নাগরিক প্রণোদনা পাওয়া যাবে কি না, সেই বিষয়ে দেখা দিলো নতুন শঙ্কা। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দ্বিপক্ষীয় এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনা খারিজ করেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।

রিপাবলিকানরা বরাবরের মতোই প্রণোদনার জন্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করে আসছে কংগ্রেসে। তবে ডেমোক্রেটিকরা দাবি করছেন ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার। ফলে এই নিয়ে মতানৈক্যের কারণে বারবার পণ্ড হচ্ছে আলোচনা। 

পেলোসি জানান, ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ অর্থ প্রস্তাব করছে, এটি এই করোনাকালীন সংকট মেটাতে মোটেও ফলপ্রসু হবে না। ফলে এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করা হবে না। কর্মহীন অসহায় মার্কিনীদের কথা ট্রাম্প চিন্তা করছেনা বলেই বারবার আলোচনা পণ্ড হচ্ছে। 

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তোড়জোড় বিষয়ে ন্যান্সি বলেন, 'এটা অনেকটা এক ধাপ এগিয়ে দুই ধাপ পিছিয়ে যাওয়ার মতো ব্যাপার'।

তবে খুব শীঘ্রই আলোচনা আবার শুরু হবে বলে জানান ন্যান্সি পেলোসি। ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের সাথে এই বিষয়ে আবার আলোচনা শুরু হবে বলে ঘোষণা দেন তিনি। 

এদিকে ট্রাম্পের এই গড়িমসির ব্যাপারে তীব্র সমালোচনা করছেন ডেমোক্রেটিক সিনেটররা। তারা বলছেন, ট্রাম্প মার্কিনীদের প্রণোদনা প্রাপ্যতার অধিকার নিয়ে রাজনীতি করার চেষ্টায় আছেন। নির্বাচনের আগ মুহুর্তে ট্রাম্প চ্যাকে নিজের সই করা নাম বাসিন্দাদের দেখাতেই এমন গড়িমসি করছেন বলে মন্তব্য করছেন তারা।  



এলএবাংলাটাইমস /ওএম