নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে রেকর্ড: অগ্রীম ভোট পড়েছে ২২ মিলিয়ন

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে অগ্রীম ভোটের রেকর্ড হয়েছে। ৩ নভেম্বর নির্বাচনের আগেই বিভিন্ন রাজ্যের ২২ মিলিয়ন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেলেছেন। ইউএস ইলেকশন প্রজেক্ট সূত্র জানিয়েছে, স্টেট ইলেকশন অফিসাররা ব্যাপক সংখ্যক অগ্রীম ভোট কাস্ট হওয়ার খবর নিশ্চিত করেছে৷    
ইউএস ইলেকশন প্রজেক্ট সূত্র জানায়, ২০১৬ সালের নির্বাচনের আগে এই পর্যায়ে অগ্রীম ভোট পড়েছিলো ৬ মিলিয়ন। এবারই প্রথম রেকর্ড সংখ্যক ২২ মিলিয়ন অগ্রীম ভোট পড়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে।    
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে ভিন্ন। করোনাভাইরাসের কারণে চলমান অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এবারে বাসিন্দারা অন্যান্যবারের থেকে বেশি সচেতন হবেন। এছাড়াও দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাসিন্দারা নির্বাচনী তারিখের আগেই ঝামেলা এড়িয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।    
ইউএস ইলেকশন প্রজেক্ট সূত্র জানায়, বাসিন্দারা মেইল ইন ভোট ও সশরীরে যেয়ে ভোট দিচ্ছেন। অগ্রীম ভোট প্রদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে টেক্সাসের বাসিন্দারা৷ এছাড়া জর্জিয়া ও ওহাইও রাজ্যেও রেকর্ড সংখ্যক অগ্রীম ভোট পড়েছে৷    
সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনে তরুণরা ভোট দেওয়া এড়িয়ে চললেও এবারে তরুণদের রেকর্ড সংখ্যক ভোট পড়বে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বলে জানিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞরা। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা তরুণদের প্রচুর ভোট পেয়েছিলো। এবারের নির্বাচনে মোট ভোটের রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা বিশেষজ্ঞদের।       এলএবাংলাটাইমস /ওএম