নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতি পরিবর্তন হতে পারে!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত বিতর্কিত অভিবাসন নীতি নিয়ে আবার পর্যালোচনায় বসবে সুপ্রিম কোর্ট। ফলে কঠোর এই অভিবাসন নীতির ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালে ট্রাম্প 'মাইগ্রেন্ট প্রোটেকশন প্রোটোকল' নীতি চালু করে ট্রাম্প প্রশাসন। এই নীতির ফলে ম্যাক্সিকো-ইউএস সীমান্তের সহিংসপূর্ণ একটি শহরে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের সরে যেতে হয়। এই কারণে এই নীতিকে 'রিমেইন ইন ম্যাক্সিকো' নীতিও বলা হয়। এই নিয়মের ফলে আশ্রয়প্রার্থীদের ইউএস এর আদালতের রায়ের জন্য ম্যাক্সিকোতে অপেক্ষা করতে হয়।
সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত 'মাইগ্রেন্ট প্রোটেকশন প্রটোকল' নীতি নিয়ে আবার পর্যালোচনা ও শুনানি অনুষ্ঠিত হবে।
তবে কবে নাগাদ এই শুনানি শুরু হবে এই বিষয়ে কোনো কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের সাম্প্র‍তিক কার্যতালিকা অনুসারে ২০২১ সালের আগে এই শুনানি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ট্রাম্প প্রশাসনের বিতর্কিত এই অভিবাসন নীতির কারণে বিশ্বব্যাপী বেশ সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া অতি রক্ষণশীল এই নীতি আমেরিকার মূলনীতির সাথে খাপ খায় না বলেও প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির জনগণ।
এই নীতি কার্যকরের আগে জুডিশিয়াল কোর্ট এই আইনকে বেআইনী আখ্যা দিলেও সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি বহাল রাখে। এই নীতির ফলে প্রায় ৬০ হাজার অভিবাসন প্রত্যাশী বাসিন্দাকে ইউএস থেকে ম্যাক্সিকোয় চলে যেতে হয়েছিলো। এখনো প্রায় ২৫ হাজার অভিবাসী আদালতের শুনানির জন্য ম্যাক্সিকোর সংঘাতপূর্ণ শহরটিতে বসবাস করছে।
এই নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পর্যালোচনা শুরু হওয়ার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেক আইনপ্রণেতা। বিতর্কিত এই অভিবাসন নীতিকে অবৈধ আখ্যা দিয়ে তাঁরা বলেন, 'অন্যান্য কোর্টের মতো সুপ্রিম কোর্টেরও এই আইনটি খারিজ করে দেওয়া উচিত'।   এলএবাংলাটাইমস /ওএম