নিউইয়র্ক

আগাম ভোটারদের টানতে প্রচারণায় ট্রাম্প ও বাইডেন

দশদিন পর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। এরমধ্যে বেশ জোরেশোরে চলছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক- দুই দলের নির্বাচনী প্রচারণা। আগাম ভোটারদের দলে টানতে জোর প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শনিবার (২৪ অক্টোবর) তিনটি নির্বাচনী কেন্দ্রে প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগাম ভোটারদের দলে টানতে ও সমর্থকদের আশ্বস্ত করতে ওহাইও, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিন সফরের সূচি চলছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের। অপরদিকে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে বরাবরই জনসমাবেশ কম আয়োজন করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের তিনটির বিপরীতে মাত্র একটি রাজ্যে শনিবার সফর করছেন জো বাইডেন। পেনিসেলভেনিয়ায় মূলত আগাম ভোটারদের দলে টানতেই সীমিত আকারে জনসমাবেশ করছেন তিনি। পেনিসেলভেনিয়া সফরের আগে করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের তিন রাজ্যে সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ওহাইও, নর্থ ক্যারোলিনা এবং উইসকনসিন- তিনটি রাজ্যেই করোনার সংক্রমণ বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের সফরে জনসমাবেশের মাধ্যমে করোনার সংক্রমণ আরো গতিশীল হবে বলে আশংকা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে, আগাম ভোটের চলমান ১১ দিনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে টেক্সাসে। ইতোমধ্যে ৪২ শতাংশ ভোটারের মধ্যে ১৪ শতাংশ আগাম ভোট দিয়ে ফেলেছেন। মোট ছয় লাখ ভোটার তাদের ভোটদান কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানায় নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যান্য নির্বাচন থেকে আলাদা হবে। ইতোমধ্যে প্রধান গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনী সহিংসতার আশংকা করছেন। এছাড়াও ইরান, রাশিয়া ও চীনসহ বেশ কয়েকটি বহির্বিশ্বের দেশ এবারের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছে বলেও সতর্ক করা হয়েছে।
এলএবাংলাটাইমস /ওএম