নিউইয়র্ক

ভারী ধাতব চেইন পরা অবস্থায় এমআরআই মেশিনে টেনে নেওয়ায় ৬১ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি চিকিৎসাকেন্দ্রে এমআরআই মেশিনে টেনে নেওয়া ফলে এক ৬১ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গলায় একটি ভারী ধাতব চেইন পরেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ন্যাসাউ কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, নাম প্রকাশ না করা ওই ব্যক্তি ন্যাসাউ ওপেন এমআরআই সেন্টারে চলমান এমআরআই মেশিনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করেছিলেন। তখন মেশিন চালু অবস্থায় ছিল। স্থানীয় সংবাদমাধ্যমকে একজন রোগী জানিয়েছেন, মৃত ব্যক্তি তার স্বামী কিথ ম্যাকঅ্যালিস্টার। তাঁর স্ত্রী অ্যাড্রিয়েন জোন্স-ম্যাকঅ্যালিস্টার বলেন, বুধবার হাঁটুর এমআরআই করার পর তিনি স্বামীকে ঘরে ডাকেন তাকে সাহায্য করতে। পুলিশ জানায়, ব্যক্তিটি গলায় প্রায় ২০ পাউন্ড (৯ কেজি) ওজনের একটি লকসহ ধাতব চেইন পরেছিলেন, যা তিনি ওয়েট ট্রেনিংয়ে ব্যবহার করতেন। চেইনের কারণে তাকে এমআরআই মেশিনের চুম্বকীয় আকর্ষণে জোরে টেনে নেওয়া হয়, যার ফলে ঘটনাস্থলে তাঁর শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। অ্যাড্রিয়েন বলেন, “সে আমাকে হাত নেড়ে বিদায় জানালো, এরপরই তার শরীর ঢলে পড়ে গেল।” তিনি আরও জানান, “ঠিক তখনই মেশিন তাকে ঘুরিয়ে টেনে নেয় এবং সে সরাসরি এমআরআই মেশিনে আঘাত করে। টেকনিশিয়ান তাকে টেনে বের করার চেষ্টা করছিল।” “আমি বলছিলাম, ‘মেশিনটা বন্ধ করুন! ৯১১-এ কল করুন! কিছু করুন! এই মেশিনটা বন্ধ করুন!’” এমআরআই পরীক্ষার আগে সাধারণত রোগীদের সব ধরনের ধাতব বস্তু সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়, কারণ মেশিনের শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র ধাতব বস্তু আকর্ষণ করে এবং তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) জানিয়েছে, এমআরআই মেশিনের চৌম্বক শক্তি এতটাই প্রভাবশালী যে তা চাবি, মোবাইল ফোন এমনকি অক্সিজেন ট্যাঙ্কের মতো বস্তু পর্যন্ত আকর্ষণ করতে পারে। এসব বস্তু যদি অনিচ্ছাকৃতভাবে মেশিনের দিকে ছুটে যায়, তবে তা মারাত্মক আঘাত কিংবা মৃত্যু ঘটাতে পারে। ২০০১ সালেও এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। নিউ ইয়র্ক সিটির একটি চিকিৎসাকেন্দ্রে এমআরআই চলাকালীন একটি অক্সিজেন ট্যাঙ্ক ছুটে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এই সর্বশেষ ঘটনায় এখনো ন্যাসাউ ওপেন এমআরআই কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। পুলিশের তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম