ধর্ম

হাজীদের গ্রহণ করতে প্রস্তুত সৌদি কর্মকর্তারা

হজের জন্য হাজীদের গ্রহণ করতে সব ধরনের প্রাতিষ্ঠানিক, সেবা ও স্বাস্থ্যগত প্রস্তুতি সম্পন্ন করার কথা ঘোষণা করেছেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক সংস্থা জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হলি মস্ক। বুধবার সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

সংস্থার কর্মকর্তারা জানান, পূর্ব পরিকল্পনা ও কর্মসূচি অনুসারে সব প্রশাসনিক সংস্থা ও বিভাগের সাথে তারা কাজ করছেন।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে দেশটির হজ মন্ত্রণালয় করোনাভাইরাস সংক্রমণের জেরে এই বছর সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার লোককে হজের অনুমতি দেয়ার কথা ঘোষণা করে।

এই বছর হজের আবেদন করা ব্যক্তিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকা গ্রহণের সাথে সাথে সার্বিক সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্যে হজ পালনের নির্দেশনার বাধ্যবাধকতা মেনে চলতে হবে।

হজের অনুমতির ক্ষেত্রে গত পাঁচ বছর হজ না করা, সংক্রামক ব্যাধি মুক্ত ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের শর্ত রাখা হয়েছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]