ধর্ম

এবার হজ করতে পারবেন ১০ লাখ মুসল্লি, মানতে হবে ২ শর্ত

এ বছর ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমিত দিয়েছে সৌদি সরকার। তবে হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত। তাদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। এবং সেইসাথে নেয়া থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা।

স্থানীয় সময় শনিবার সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি হজ করতে পারবেন। হজে অংশগ্রহণকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনাভাইরাসের টিকা নেয়া থাকতে হবে।

এ ছাড়া সব অংশগ্রহণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।

সৌদি মন্ত্রণালয় বলছে, ‘বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে দুই বছর সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছিল। গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে যেত।

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]