টানা ষষ্ট ম্যাচ জিতলো বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি ক্রিকেটে নারীদের জয় রথ চলছেই। এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আয়ারল্যান্ডকেও সিরিজ হারিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার আইরিশ নারী দলকে হারিয়ে সিরিজ শুরু করেছিল সালমা-জাহানারারা।
আজ শুক্রবার মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচের খেলায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। আয়ারল্যান্ডের দুই ওপেনার শুরুটা দেখে শুনে খেললেও তৃতীয় ওভারেই আঘাত হানে প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া জাহানারা আলম। শিলিংটনকে বোল্ড করেন মাত্র ২ রানে।
আরেক ওপেনার চেসলিয়া জয়সি শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। চেসলিয়ার ব্যাটে আসে ৪৭ বলে ৬০ রান।
এরপর আইরিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন লাউরা ডিলানি। ২৮ বলে ২০ রানের ইনিংস খেলেন ডিলানি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন জাহানারা ও নাহিদা আকতার। ১ উইকেট করে পান রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে এসে ভীত নেড়ে যায় বাংলাদেশ দলের ব্যাটসম্যনদের।
ওপেনার শামিমা সুলতানা করেন ৪৯ বলে ৫১ রান। আরেক ওপেনার আয়শা রহমান ৭ রান করে আউট হয়ে গেলে দুই নম্বরে ব্যাট করতে আসা ফারজানা হক হাল ধরেন দলের। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান।
শামিমা-ফারজানার বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে হারতে যাওয়া বাংলাদেশ দলকে ১৯.১ ওভারের সময় ছয় হাঁকিয়ে ম্যাচ জেতান সানজিদা ইসলাম। তার ব্যাটে আসে ৯ বলে ১১ রান। ১৯.১ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের জয় নিয়ে মাঠা ছাড়ে সানজিদা-জাহানারা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুলাই।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
আজ শুক্রবার মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচের খেলায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। আয়ারল্যান্ডের দুই ওপেনার শুরুটা দেখে শুনে খেললেও তৃতীয় ওভারেই আঘাত হানে প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া জাহানারা আলম। শিলিংটনকে বোল্ড করেন মাত্র ২ রানে।
আরেক ওপেনার চেসলিয়া জয়সি শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। চেসলিয়ার ব্যাটে আসে ৪৭ বলে ৬০ রান।
এরপর আইরিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন লাউরা ডিলানি। ২৮ বলে ২০ রানের ইনিংস খেলেন ডিলানি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন জাহানারা ও নাহিদা আকতার। ১ উইকেট করে পান রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে এসে ভীত নেড়ে যায় বাংলাদেশ দলের ব্যাটসম্যনদের।
ওপেনার শামিমা সুলতানা করেন ৪৯ বলে ৫১ রান। আরেক ওপেনার আয়শা রহমান ৭ রান করে আউট হয়ে গেলে দুই নম্বরে ব্যাট করতে আসা ফারজানা হক হাল ধরেন দলের। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান।
শামিমা-ফারজানার বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে হারতে যাওয়া বাংলাদেশ দলকে ১৯.১ ওভারের সময় ছয় হাঁকিয়ে ম্যাচ জেতান সানজিদা ইসলাম। তার ব্যাটে আসে ৯ বলে ১১ রান। ১৯.১ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের জয় নিয়ে মাঠা ছাড়ে সানজিদা-জাহানারা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুলাই।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি