বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে
নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামেএকজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলারকেশবপুর গ্রামের বখতিয়ার হোসেনজানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজিরআলী অনেকের মতোই গতকাল সারা দিনবাড়ি বসে ভারতের সাথে বাংলাদেশদলের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টারফাইনাল খেলা দেখছিলেন। খেলায়বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতেপেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলাশেষে বাংলাদেশ দলের পরাজয় সইতে নাপেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতেপড়ে যান। এ ঘটনায় বাড়ির লোকজন তাকেদ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরতচিকিৎসক উজির আলীকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়ানেমে আসে।
নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামেএকজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলারকেশবপুর গ্রামের বখতিয়ার হোসেনজানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজিরআলী অনেকের মতোই গতকাল সারা দিনবাড়ি বসে ভারতের সাথে বাংলাদেশদলের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টারফাইনাল খেলা দেখছিলেন। খেলায়বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতেপেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলাশেষে বাংলাদেশ দলের পরাজয় সইতে নাপেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতেপড়ে যান। এ ঘটনায় বাড়ির লোকজন তাকেদ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরতচিকিৎসক উজির আলীকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়ানেমে আসে।