বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১১৮তম ওভার।
সাকিব আল হাসানের উদ্দেশে কিছু একটাবলেছিলেন ওয়াহাব রিয়াজ। কিন্তু সাকিব হজমকরেননি। আঙুল উঁচিয়ে এগিয়ে আসা রিয়াজের দিকেএকই ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছেন। মাঠেরআম্পায়ার পরিস্থিতি শান্ত করলেও জরিমানাথেকে রেহাই মেলেনি দুজনের। আচরণবিধি ভাঙারঅপরাধে দুজনের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটেনেওয়া হয়েছে।দুই খেলোয়াড়ই অপরাধ স্বীকার করে নেওয়ায় ম্যাচরেফারি জেফ ক্রো আর আনুষ্ঠানিক শুনানিডাকেননি। ক্রো তাঁর বিবৃতিতে বলেছেন, ‘একেঅন্যের দিকে বিশেষ ভঙ্গি করা বা মুখের ওপরআঙুল তাক করার মতো ঘটনা আমরা দুজন সিনিয়রক্রিকেটারের কাছ থেকে আশা করি না। ক্রিকেটেএর কোনো জায়গা নেই। আন্তর্জাতিকক্রিকেটারদের মনে রাখা উচিত তাঁদের খেলালাখো মানুষ দেখে। তাই তাঁদের আবেগ নিয়ন্ত্রণকরে পারস্পরিক শ্রদ্ধা দেখানো উচিত।’ পঞ্চমদিনে টেস্ট নিয়ে গিয়ে ড্র করায় দুই লাখ টাকাম্যাচ ফি পেয়েছেন সাকিব। সেখান থেকে ৬০হাজার টাকা আক্কেলসেলামি গুনতে হচ্ছে তাঁকে।আইসিসি।
সাকিব আল হাসানের উদ্দেশে কিছু একটাবলেছিলেন ওয়াহাব রিয়াজ। কিন্তু সাকিব হজমকরেননি। আঙুল উঁচিয়ে এগিয়ে আসা রিয়াজের দিকেএকই ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছেন। মাঠেরআম্পায়ার পরিস্থিতি শান্ত করলেও জরিমানাথেকে রেহাই মেলেনি দুজনের। আচরণবিধি ভাঙারঅপরাধে দুজনের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটেনেওয়া হয়েছে।দুই খেলোয়াড়ই অপরাধ স্বীকার করে নেওয়ায় ম্যাচরেফারি জেফ ক্রো আর আনুষ্ঠানিক শুনানিডাকেননি। ক্রো তাঁর বিবৃতিতে বলেছেন, ‘একেঅন্যের দিকে বিশেষ ভঙ্গি করা বা মুখের ওপরআঙুল তাক করার মতো ঘটনা আমরা দুজন সিনিয়রক্রিকেটারের কাছ থেকে আশা করি না। ক্রিকেটেএর কোনো জায়গা নেই। আন্তর্জাতিকক্রিকেটারদের মনে রাখা উচিত তাঁদের খেলালাখো মানুষ দেখে। তাই তাঁদের আবেগ নিয়ন্ত্রণকরে পারস্পরিক শ্রদ্ধা দেখানো উচিত।’ পঞ্চমদিনে টেস্ট নিয়ে গিয়ে ড্র করায় দুই লাখ টাকাম্যাচ ফি পেয়েছেন সাকিব। সেখান থেকে ৬০হাজার টাকা আক্কেলসেলামি গুনতে হচ্ছে তাঁকে।আইসিসি।