পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত খেলায় মোটেও বিস্মিত নন শাহরিয়ার খান। পাকিস্তান
ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মনে করেন, ক্রিকেটাঙ্গণে বাংলাদেশ এখন অনেক গুরুত্বপূর্ণ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া ঢাকা টেস্টে পাকিস্তানকে
অনুপ্রেরণা জোগাতে মাঠে আসা শাহরিয়ার সাংবাদিকদের বলেন, “পাকিস্তানের সব ক্রিকেট-সংশ্লিষ্ট
মানুষের মতো আমিও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে দলের হারে হতাশ; কিন্তু
মোটেও বিস্মিত নই; কেননা, গত কয়েক বছর ধরে বাংলাদেশের (পারফরম্যান্সের) সূচক উপরের
দিকে উঠছে।”
বাংলাদেশের ক্রিকেটকে খাটো করে দেখার কোনো কারণ নেই উল্লেখ করে পিসিবি প্রধান আরও
বলেন, “ক্রিকেট এখন বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ দেশ।”
ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর একমাত্র টি-টোয়েন্টিতেও জয়
পায় স্বাগতিকরা। দুই টেস্টের সিরিজে খুলনা টেস্টেও পাকিস্তানের জয়ের আশা গুঁড়িয়ে দেয়
মুশফিকুর রহিমের দল।
বাংলাদেশ সফরে আজহার-আফ্রিদিদের পারফরম্যান্সের সমালোচনার পাশাপাশি কোচ ওয়াকার
ইউনিসেরও মুণ্ডুপাত চলছে। দেশটির একাধিক সাবেক ক্রিকেটার ‘এটাই পাকিস্তান ক্রিকেটের
সবচেয়ে খারাপ অবস্থা’ বলে উল্লেখ করেন। পিসিবি প্রধান অবশ্য সাবেকদের সঙ্গে একমত হতে
পারেননি। তিনি জানিয়েছেন, দেশে ফেরার পরই কোচিং, স্টাফসহ পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে
বসবেন তারা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের খেলোয়াড়দের খেলার প্রসঙ্গে পিসিবি প্রধান ইতিবাচক
মনোভাবই জানান। যদি ক্রিকেটাররা আগ্রহ দেখায়, তাহলে পিসিবিও বাঁধা হয়ে দাঁড়াবে না বলে
আশ্বস্ত করেন তিনি।
ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মনে করেন, ক্রিকেটাঙ্গণে বাংলাদেশ এখন অনেক গুরুত্বপূর্ণ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া ঢাকা টেস্টে পাকিস্তানকে
অনুপ্রেরণা জোগাতে মাঠে আসা শাহরিয়ার সাংবাদিকদের বলেন, “পাকিস্তানের সব ক্রিকেট-সংশ্লিষ্ট
মানুষের মতো আমিও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে দলের হারে হতাশ; কিন্তু
মোটেও বিস্মিত নই; কেননা, গত কয়েক বছর ধরে বাংলাদেশের (পারফরম্যান্সের) সূচক উপরের
দিকে উঠছে।”
বাংলাদেশের ক্রিকেটকে খাটো করে দেখার কোনো কারণ নেই উল্লেখ করে পিসিবি প্রধান আরও
বলেন, “ক্রিকেট এখন বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ দেশ।”
ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর একমাত্র টি-টোয়েন্টিতেও জয়
পায় স্বাগতিকরা। দুই টেস্টের সিরিজে খুলনা টেস্টেও পাকিস্তানের জয়ের আশা গুঁড়িয়ে দেয়
মুশফিকুর রহিমের দল।
বাংলাদেশ সফরে আজহার-আফ্রিদিদের পারফরম্যান্সের সমালোচনার পাশাপাশি কোচ ওয়াকার
ইউনিসেরও মুণ্ডুপাত চলছে। দেশটির একাধিক সাবেক ক্রিকেটার ‘এটাই পাকিস্তান ক্রিকেটের
সবচেয়ে খারাপ অবস্থা’ বলে উল্লেখ করেন। পিসিবি প্রধান অবশ্য সাবেকদের সঙ্গে একমত হতে
পারেননি। তিনি জানিয়েছেন, দেশে ফেরার পরই কোচিং, স্টাফসহ পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে
বসবেন তারা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের খেলোয়াড়দের খেলার প্রসঙ্গে পিসিবি প্রধান ইতিবাচক
মনোভাবই জানান। যদি ক্রিকেটাররা আগ্রহ দেখায়, তাহলে পিসিবিও বাঁধা হয়ে দাঁড়াবে না বলে
আশ্বস্ত করেন তিনি।