চিয়ারগার্লদের সাথে খারাপ আচরণ করার কারণে কয়েকদিন আগে আলোচনায় আসেন ক্রিস
গেইল। এবার আলোচনায় ভারতের পুলিশ সদস্যরা। চেন্নাই সুপার কিংসের ভাড়া করা চিয়ারগার্লদের
উপর আচমকাই রায়পুরের পুলিশের কাণ্ড! চিয়ারগার্লদের কী ‘ কলগার্ল’ ভেবেছিল রায়পুরের
কোতওয়ালি বিভাগের পুলিশ? এটাই এখন প্রশ্ন।
মঙ্গলবার রায়পুরে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ অনুষ্ঠিত হয়৷ এ ম্যাচের
ম্যাচের আগে রায়পুরের একটি অভিজাত হোটেলে চিয়ারগার্লদের রাখা হয়েছিল৷ কোনো কারণ
ছাড়াই সেখানে হাজির হয়ে অপ্রত্যাশিত কাণ্ডের জন্ম দেয় পুলিশ। আর এর পরেই জোড়েশোরে
আলোচনায় আসে বিষয়টি। ১২ জন পুলিশ ছিলো এ দলে।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাগরিকরাই চিয়ারগার্লদের তালিকায় ছিলেন৷ আর তাদের অকারণে
জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ। কি জিজ্ঞাসাবাদ করেছে? কেন করেছে? কোন আইনে সেখানে
গিয়েছে এর কোনো উত্তর নেই।
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে ক্রিকেটে বাড়তি আনন্দ দেয়ার জন্য তাদের কে নিয়ে
আসা হয়৷ কিন্তু পুলিশের এই দুর্ব্যবহারে চিয়ারগার্লরা বিরক্ত! পুলিশের পদচারণা দেখে ভয় পেয়ে
যান মেয়েরা।
গেইল। এবার আলোচনায় ভারতের পুলিশ সদস্যরা। চেন্নাই সুপার কিংসের ভাড়া করা চিয়ারগার্লদের
উপর আচমকাই রায়পুরের পুলিশের কাণ্ড! চিয়ারগার্লদের কী ‘ কলগার্ল’ ভেবেছিল রায়পুরের
কোতওয়ালি বিভাগের পুলিশ? এটাই এখন প্রশ্ন।
মঙ্গলবার রায়পুরে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ অনুষ্ঠিত হয়৷ এ ম্যাচের
ম্যাচের আগে রায়পুরের একটি অভিজাত হোটেলে চিয়ারগার্লদের রাখা হয়েছিল৷ কোনো কারণ
ছাড়াই সেখানে হাজির হয়ে অপ্রত্যাশিত কাণ্ডের জন্ম দেয় পুলিশ। আর এর পরেই জোড়েশোরে
আলোচনায় আসে বিষয়টি। ১২ জন পুলিশ ছিলো এ দলে।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাগরিকরাই চিয়ারগার্লদের তালিকায় ছিলেন৷ আর তাদের অকারণে
জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ। কি জিজ্ঞাসাবাদ করেছে? কেন করেছে? কোন আইনে সেখানে
গিয়েছে এর কোনো উত্তর নেই।
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে ক্রিকেটে বাড়তি আনন্দ দেয়ার জন্য তাদের কে নিয়ে
আসা হয়৷ কিন্তু পুলিশের এই দুর্ব্যবহারে চিয়ারগার্লরা বিরক্ত! পুলিশের পদচারণা দেখে ভয় পেয়ে
যান মেয়েরা।