বিশ্বকাপের বাছাই পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত খেলায় ৫-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা।
খেলার শুরুতেই মুহুর্মুহ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে ফেলে টিম কাহিলের অস্ট্রেলিয়া। খেলার পাঁচ মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল জড়ায় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিউ লিকি। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন টম রজিক। দুটি গোলেই অবদান রাখেন রবার্তো লিউওনগো। খেলার ২৮ মিনিটে ৪ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর শুরু হয় ব্যবধান বাড়তে না দেয়ার লড়াই। সেই লড়াইয়ে অবশ্য ভালোই করেছে মামুনুলদের বাংলাদেশ। প্রথমার্ধে ৪-০ গোলের ব্যবধান, ম্যাচ শেষে ৫-০ হয়েছে। দ্বিতীয়ার্ধটা ভালোভাবেই শেষ করে বাংলাদেশ!
খেলার শুরুতেই মুহুর্মুহ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে ফেলে টিম কাহিলের অস্ট্রেলিয়া। খেলার পাঁচ মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল জড়ায় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিউ লিকি। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন টম রজিক। দুটি গোলেই অবদান রাখেন রবার্তো লিউওনগো। খেলার ২৮ মিনিটে ৪ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর শুরু হয় ব্যবধান বাড়তে না দেয়ার লড়াই। সেই লড়াইয়ে অবশ্য ভালোই করেছে মামুনুলদের বাংলাদেশ। প্রথমার্ধে ৪-০ গোলের ব্যবধান, ম্যাচ শেষে ৫-০ হয়েছে। দ্বিতীয়ার্ধটা ভালোভাবেই শেষ করে বাংলাদেশ!