খেলাধুলা

মেসির কণ্ঠে বিদায়ের সুর

সৌদি আরবের বিপক্ষে আগামীকালের ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করতেযাচ্ছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।  ক্লাব ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, ব্যক্তিগত অর্জনেও তাই। এবার তাই বিশ্বকাপ জিততে মরিয়া তিনি। বলেন, দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে খেলে জিরোপা জিততে চাই। আগের থেকে ভালো খেলছি কিনা জানি না, তবে এই বিশ্বকাপ শেষ হিসেবে ধরেই খেলতে চাই। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে তার খেলা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে হাসি মুখে সাংবাদিক বৈঠকে এসে গোটা ফুটবল দুনিয়াকে স্বস্তি দিলেন মেসি। তিনি বলেন,  আমি খুব ভালো অনুভব করছি। ট্রেনিংয়ে অংশ না নেওয়ায় অনেক গুঞ্জন ছড়িয়েছে, এটা কেবলই সতর্কতা। আমি আলাদা কিছুই করিনি কেবল নিজের যত্ন নিয়েছি। ওই কাজটাই করেছি, যেটা পুরো ক্যারিয়ারে করেছি। বয়সের কথাও মাথায় আছে এলএম টেনের। তাই তো সোজাসাপ্টাই বললেন, ‘যে কোনো ক্ষেত্রেই বয়স একটা বড় ব্যাপার। ধীরে ধীরে মানুষ আরও বেশি অভিজ্ঞ ও পরিপক্ক হয়। এখন আমি বুঝতে পারি যে উপভোগ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ এলএবাংলাটাইমস/এজেড