ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি
একদিনের সিরিজের বাকি দুটো ম্যাচ
থেকে সরিয়ে নেওয়া হল পাকিস্তানি
আম্পায়ার আলিম দারকে। শিবসেনার
ক্রমাগত হুমকির মুখে বাকি দুটো ম্যাচে
আলিম দারকে রাখার ঝুঁকি নিতে
চায়নি আইসিসি। সোমবার এই পাক
আম্পায়ারকে চলতি সিরিজ থেকে
সরানোর কথা সরকারি ভাবে ঘোষণা
করা হয়।
আইসিসির এই ঘোষণার আগে
শিবসেনার সমর্থকরা বিসিসিআই
প্রধান শশাঙ্ক মনোহরের দফতরে গিয়ে
বিক্ষোভ দেখায়। পাক ক্রিকেট বোর্ড
এর প্রধান শাহরিয়ার খানের সঙ্গে
বৈঠক বাতিলের জন্য শশাঙ্কের ওপর
চাপ সৃষ্টি করা হয়। পরে, পিসিবির
সঙ্গে এই বৈঠক বাতিল করে
বিসিসিআই। দু-দেশের মধ্যে ক্রিকেট
সিরিজ চালুর উদ্দেশ্য নিয়ে, মঙ্গলবার
দিল্লিতে এই বৈঠকের দিন স্থির
হয়েছিল।
বিভিন্ন দেশের আম্পায়ারদের নিয়ে
আইসিসি-র যে এলিট প্যানেল রয়েছে,
আলিম দার তার সদস্য। দক্ষিণ
আফ্রিকার সঙ্গে ভারতের একদিনের
সিরিজের প্রথম তিনটি ম্যাচে
দায়িত্ব পালন করেন এই পাক
আম্পায়ার।
একদিনের সিরিজের বাকি দুটো ম্যাচ
থেকে সরিয়ে নেওয়া হল পাকিস্তানি
আম্পায়ার আলিম দারকে। শিবসেনার
ক্রমাগত হুমকির মুখে বাকি দুটো ম্যাচে
আলিম দারকে রাখার ঝুঁকি নিতে
চায়নি আইসিসি। সোমবার এই পাক
আম্পায়ারকে চলতি সিরিজ থেকে
সরানোর কথা সরকারি ভাবে ঘোষণা
করা হয়।
আইসিসির এই ঘোষণার আগে
শিবসেনার সমর্থকরা বিসিসিআই
প্রধান শশাঙ্ক মনোহরের দফতরে গিয়ে
বিক্ষোভ দেখায়। পাক ক্রিকেট বোর্ড
এর প্রধান শাহরিয়ার খানের সঙ্গে
বৈঠক বাতিলের জন্য শশাঙ্কের ওপর
চাপ সৃষ্টি করা হয়। পরে, পিসিবির
সঙ্গে এই বৈঠক বাতিল করে
বিসিসিআই। দু-দেশের মধ্যে ক্রিকেট
সিরিজ চালুর উদ্দেশ্য নিয়ে, মঙ্গলবার
দিল্লিতে এই বৈঠকের দিন স্থির
হয়েছিল।
বিভিন্ন দেশের আম্পায়ারদের নিয়ে
আইসিসি-র যে এলিট প্যানেল রয়েছে,
আলিম দার তার সদস্য। দক্ষিণ
আফ্রিকার সঙ্গে ভারতের একদিনের
সিরিজের প্রথম তিনটি ম্যাচে
দায়িত্ব পালন করেন এই পাক
আম্পায়ার।