সিলেট

শফিউল আলম চৌধুরীই বৃহত্তর সিলেটের মানুষের আশা-ভরসার প্রতীক

‘জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শফিউল আলম চৌধুরী নাদেলের মতো তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত তরুণ নেতৃত্বের প্রয়োজন।

শফিউল আলম চৌধুরী নাদেল একজন সফল রাজনীতিবিদ। হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ এসএম কিবরিয়া, দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর সিলেট বিভাগ থেকে জাতীয় রাজনীতিতে তাদের শূন্যস্থান পূরণ করতে শফিউল আলম চৌধুরীই বৃহত্তর সিলেটের মানুষের আশা-ভরসার প্রতীক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা- তিনি শফিউল আলম চৌধুরী নাদেলকে মৌলভীবজার-২ সংসদীয় আসন কুলাউড়া থেকে মনোনয়ন দিয়ে আমাদের আশা-আকাক্সক্ষার প্রতিফল ঘটাবেন। এ দাবি শুধু কুলাউড়াবাসীর নয়, দল-মত নির্বিশেষে সিলেট বিভাগের সর্বস্তরের মানুষের।’ গত মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ অ্যাকাডেমি মিলনায়তনে শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে প্রবাসী কুলাউড়াবাসী আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান।

কুলাউড়ার কৃতিসন্তান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবাসী নেতা সিতাব চৌধুরীর সভাপতিত্বে এবং আমিনা আলী, আদেল চৌধুরী ও শাহিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অনুষ্ঠানে শতাব্দী কর ও শেফালী জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অধ্যাপক মিসবাহ কামাল, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বিবিসি’র সাবেক সেক্রেটারি শাহানূর খান, বিসিএ’র প্রেসিডেন্ট এম.এ মুনিম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন, সৈয়দ তামিম আহমদ, কাওছার চৌধুরী, তারিফ আহমদ, আব্দুর রাজ্জাক, তৌহিদ ফিতরাত হোসেন, আব্দুল আহাদ চৌধুরী, আহমেদ হাসান. রবিন পাল, সৈয়দ ছুরুক আলী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, আনসার আহমদ উল্লাহ, লন্ডনবাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইছির মাহমুদ, সেলিম খান, জামাল খান, মাহমদ আলী প্রমুখ। এলএবাংলাটাইমস/আইটিএলএস