রামগঞ্জ উপজেলা শহরের কলাবাগান লন্ডন ম্যানশনের
দাদা মটরস শো-রুম থেকে চট্টগ্রাম থেকেচুরি হওয়া ৯টি সিএনজি অটোরিকশা উদ্ধারকরেছে পুলিশ। বুধবার গভীর রাতেসিএনজিগুলো উদ্ধার করা হয়। এ সময় দাদামটরস এর মালিক মো. ইব্রাহীম মিয়া (৪২),ট্রাক চালক আলমগীর হোসেন অপু (২৮),সিন্ডিকেটের প্রধান মিজানুর রহমান (৪০) ওউপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. শওকতহোসেন (৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রজানায়, গত ৭ই এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকেহক ট্রান্সপোর্ট যোগে ৯টি সিএনজি নিয়েট্রাকযোগে চালক আলমগীর হোসেন অপু উত্তরামটরসের বগুড়া ডিপোর উদ্দেশ্যে রওয়ানাদেয়। সময়মত ওই পরিবহন না পৌছায় কর্তৃপক্ষ৯ই এপ্রিল বন্ধর থানায় একটি সাধারণডায়েরী করেন। এরই সূত্র ধরে চালক অপুরমোবাইল ট্যাক করে ট্রান্সপোর্ট মালিক এসএমএনামুল হক তারেক ও ম্যানেজার তারেক আজিজক্রেতা সেজে বুধবার রাতে দাদা মটরস শো-রুমে তাদের সিএনজিগুলো শনাক্ত করে। পরেরামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়সিএনজিগুলো উদ্ধার করে মালিককে গ্রেফতারকরে। মটরস মালিকের স্বীকারোক্তি অনুযায়ীসিএনজি বহনকারী ট্রাকসহ অপর তিন জনকেগ্রেফতার করা হয়।
দাদা মটরস শো-রুম থেকে চট্টগ্রাম থেকেচুরি হওয়া ৯টি সিএনজি অটোরিকশা উদ্ধারকরেছে পুলিশ। বুধবার গভীর রাতেসিএনজিগুলো উদ্ধার করা হয়। এ সময় দাদামটরস এর মালিক মো. ইব্রাহীম মিয়া (৪২),ট্রাক চালক আলমগীর হোসেন অপু (২৮),সিন্ডিকেটের প্রধান মিজানুর রহমান (৪০) ওউপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. শওকতহোসেন (৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রজানায়, গত ৭ই এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকেহক ট্রান্সপোর্ট যোগে ৯টি সিএনজি নিয়েট্রাকযোগে চালক আলমগীর হোসেন অপু উত্তরামটরসের বগুড়া ডিপোর উদ্দেশ্যে রওয়ানাদেয়। সময়মত ওই পরিবহন না পৌছায় কর্তৃপক্ষ৯ই এপ্রিল বন্ধর থানায় একটি সাধারণডায়েরী করেন। এরই সূত্র ধরে চালক অপুরমোবাইল ট্যাক করে ট্রান্সপোর্ট মালিক এসএমএনামুল হক তারেক ও ম্যানেজার তারেক আজিজক্রেতা সেজে বুধবার রাতে দাদা মটরস শো-রুমে তাদের সিএনজিগুলো শনাক্ত করে। পরেরামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়সিএনজিগুলো উদ্ধার করে মালিককে গ্রেফতারকরে। মটরস মালিকের স্বীকারোক্তি অনুযায়ীসিএনজি বহনকারী ট্রাকসহ অপর তিন জনকেগ্রেফতার করা হয়।