রাজধানীতে ৬ জন ভুয়া ডিবি পুলিশ
আটক করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ন (র্যাব)। এরা হলেন,
জসিম, শহীদুল, সোহাগ হাওলাদার,
মনির মাতব্বর, সানোয়ার ব্যাপারী ও
নিপা বেগম।
শুক্রবার রাতে বিমানবন্দর এলাকা
থেকে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার
পরিচালক মুফতি মাহমুদ খান আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে
বিমানবন্দর এলাকা থেকে ৬ ভুয়া
গোয়েন্দা পুলিশ আটক করা হয়েছে।
তারা নিজেদের গোয়েন্দা পুলিশ
পরিচয় দিয়ে অপহরণ করতো।
আটকের সময় তাদের কাছ থেকে
একটি মাইক্রোবাস, নগদ ৫০ হাজার
টাকা, দেশীয় বন্দুক, ছয়টি মোবাইল,
পাগলা মলম ও হ্যান্ডক্যাপ উদ্ধার
করা হয়।
আটক করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ন (র্যাব)। এরা হলেন,
জসিম, শহীদুল, সোহাগ হাওলাদার,
মনির মাতব্বর, সানোয়ার ব্যাপারী ও
নিপা বেগম।
শুক্রবার রাতে বিমানবন্দর এলাকা
থেকে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার
পরিচালক মুফতি মাহমুদ খান আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে
বিমানবন্দর এলাকা থেকে ৬ ভুয়া
গোয়েন্দা পুলিশ আটক করা হয়েছে।
তারা নিজেদের গোয়েন্দা পুলিশ
পরিচয় দিয়ে অপহরণ করতো।
আটকের সময় তাদের কাছ থেকে
একটি মাইক্রোবাস, নগদ ৫০ হাজার
টাকা, দেশীয় বন্দুক, ছয়টি মোবাইল,
পাগলা মলম ও হ্যান্ডক্যাপ উদ্ধার
করা হয়।