ফের বিকিনি পরিহিত আলিয়াকে দেখা যাবে- তার পরবর্তী সিনেমা শান্দার-এ।
আর বিকিনিতে যাতে তার শরীরী বিভাজনএকেবারে নিঁখুত দেখায়, তার জন্য যথেষ্ট কসরতকরতে দেখা গেছে মহেশ ভাটের এ কন্যাকে। এমনখবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী,বিকাশ বহেল চাননি বিকিনি পরিহিত অবস্থায়আলিয়ার শরীরের কোন বারতি মেদ চোখে পড়ুক।মেদহীন ছিপছিপে আলিয়াকে বিকিনি পরে দেখতেচেয়েছেন এ ছবির পরিচালক। তাই এমন কসরতেরউদ্যোগ নিয়েছেন আলিয়ার। পরিচালকের ভাষায়,আলিয়া এখন সব ধরণের ভূমিকাতে অভিনয় করতেপ্রস্তুত। সবরকমের পোশাকে নিজেকে দেখাতেওআগ্রহী। শান্দার সিনেমায় আলিয়াকে অন-স্ক্রিনেরোমান্স করতে দেখা যাবে শহিদ কাপুরের সঙ্গে।দুজনেই এই ছবিতে ইন্সোমিনিয়াকের ভূমিকায়অভিনয় করছেন। চলতি বছরের ৪ সেপ্টেম্বরমুক্তি পাবে এ সিনেমাটি। আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা স্টুডেন্টঅব দ্য ইয়ার। এ সিনেমার মাধ্যমে প্রথম বিকিনিপরে দর্শকের সামনে হাজির হন তিনি। তারপরঅন্যান্য সিনেমার মাধ্যমে বলিউড দর্শকদেরদেখিয়েছেন তার অভিনয় দক্ষতা।
আর বিকিনিতে যাতে তার শরীরী বিভাজনএকেবারে নিঁখুত দেখায়, তার জন্য যথেষ্ট কসরতকরতে দেখা গেছে মহেশ ভাটের এ কন্যাকে। এমনখবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী,বিকাশ বহেল চাননি বিকিনি পরিহিত অবস্থায়আলিয়ার শরীরের কোন বারতি মেদ চোখে পড়ুক।মেদহীন ছিপছিপে আলিয়াকে বিকিনি পরে দেখতেচেয়েছেন এ ছবির পরিচালক। তাই এমন কসরতেরউদ্যোগ নিয়েছেন আলিয়ার। পরিচালকের ভাষায়,আলিয়া এখন সব ধরণের ভূমিকাতে অভিনয় করতেপ্রস্তুত। সবরকমের পোশাকে নিজেকে দেখাতেওআগ্রহী। শান্দার সিনেমায় আলিয়াকে অন-স্ক্রিনেরোমান্স করতে দেখা যাবে শহিদ কাপুরের সঙ্গে।দুজনেই এই ছবিতে ইন্সোমিনিয়াকের ভূমিকায়অভিনয় করছেন। চলতি বছরের ৪ সেপ্টেম্বরমুক্তি পাবে এ সিনেমাটি। আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা স্টুডেন্টঅব দ্য ইয়ার। এ সিনেমার মাধ্যমে প্রথম বিকিনিপরে দর্শকের সামনে হাজির হন তিনি। তারপরঅন্যান্য সিনেমার মাধ্যমে বলিউড দর্শকদেরদেখিয়েছেন তার অভিনয় দক্ষতা।