ধর্ম

'আল আকসা মসজিদের অবস্থান জেরুজালেমে না'

বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম মসজিদ হিসেবে পরিচিত আল আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমে নয়, বরং এটি সৌদি আরবে অবস্থিত। এমনটাই দাবি করেছেন সৌদি আরবের এক আইনজীবী ও সাংবাদিক ওসামা ইয়ামানি। সৌদি আরবেন স্থানীয় সংবাদ পত্রিকা অকাযে ওমর ইয়ামানি দাবি করেন, আল আকসা মসজিদ পূর্ব জেরুজালেমে নয়, বরং সৌদি আরবের মক্কার সন্নিকটে আল জু'রানাহ নামক স্থানে অবস্থিত। ইয়ামানি তাঁর প্রবন্ধে লিখেন, অনেক ইতিহাসবিদ আল আকস মসজিদের অবস্থান জেরুজালেমে উল্লেখ করেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি সৌদি আরবে অবস্থিত। ইতিহাসবিদদের ভুল তথ্যের কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি লিখেন, জেরুজালেম মসজিদ আল আকসা নয়, এখানে আল্লাহ তাঁর রসূল ও খলিফাদের প্রেরিত করেননি। জেরুজালেম একটি শহর। আল আকসা একটি মসজিদ৷ প্রকৃতপক্ষে মুসলিমরা আল আকসার দিকে ফিরে নামাজ পড়েন না বলেও দাবি করেন তিনি। বার কয়েক নির্মাণ কাজের মাধ্যমে আল আকসাকে জেরুজালেমের দিকে কর হয়েছে। ওমর ইয়ামানি লিখেন, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আল আকসাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এটির সাথে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের কোনো সংযোগ নেই। এলএবাংলাটাইমস /ওএম