ভানুয়াটু সরকারের সাথে দ্বন্দে বাংলাদেশি মোশাদেব
ছবি: এলএবাংলাটাইমস
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকার দেশ ভানুয়াটুর স্থায়ী নাগরিকত্ব পেতে সেই দেশের সরকারের সাথে দ্বন্দে জড়িয়েছে বাংলাদেশি নাগরিক মোশাদেব মো: মিয়া (৩৪)।
মোশাদেব মিয়ার দাবি, স্থায়ী নাগরিকত্ব না দিলে সে নিজের ক্ষতি করবে। এদিকে, ২৪ আগস্ট বাংলাদেশে ফিরে যাওয়ার রিটার্ন টিকিট গ্রহণ অথবা বাতিল করার জন্য শেষ দিন নির্ধারিত ছিল। মোশাদেব টিকিট বাতিল করেছেন।
গত ৫ বছর ধরে ভানুয়াটুতে বাস করছেন মোশাদেব। ভানুয়াটুতে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় মানব পাচারের বিষয়ে তার মালিকের বিরুদ্ধে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি।
(বিস্তারিত আসছে)
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন