আগামী শনিবার (১২ অক্টোবর) লস এঞ্জেলেসে (5755 E La Palma Ave, Anaheim, CA 92807) উদ্বোধন হতে যাচ্ছে অত্যাধুনিক হালাল সুপার মার্কেট ‘স্মার্ট চয়েস’। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে লাইভ ব্যান্ড ও মাল্টি কালচারাল মিউজিক ইভেন্ট, ড্যান্স ও অন্যান্য সাংষ্কৃতিক পরিবেশনা।
বিকেল ৩টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীদের গানের পাশাপাশি থাকবে ইংলিশ, পাকিস্তানী, বাংলা, হিন্দি ও স্প্যানিশ ড্যান্স এবং আকর্ষণীয় পুরস্কার নিয়ে থাকবে র্যাফেল ড্র।
অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন স্মার্ট চয়েস কর্তৃপক্ষ।
বিকেল ৩টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীদের গানের পাশাপাশি থাকবে ইংলিশ, পাকিস্তানী, বাংলা, হিন্দি ও স্প্যানিশ ড্যান্স এবং আকর্ষণীয় পুরস্কার নিয়ে থাকবে র্যাফেল ড্র।
অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন স্মার্ট চয়েস কর্তৃপক্ষ।