লস এঞ্জেলেস

জমি ও এপার্টমেন্ট ক্রয়ে বিশ্বস্ত নাম “ঢাকা হোমস”

ঢাকা হোমস আমেরিকা প্রবাসীদের জন্য বাংলাদেশে জমি,এপার্টমেন্ট, বিজনেস স্পেস ক্রয় ও বিক্রয়ে সাহায্য করে থাকে। এটি একটি রিয়েল স্টেট ব্যবসা প্রতিষ্ঠান।  দীর্ঘ ১২ বছর যাবত ঢাকা হোমস সাফল্যের সাথে কাজ করে আসছে। রিয়েল স্টেট সেবায় উত্তর আমেরিকার সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান ঢাকা হোমস। কারন ঢাকা হোমস এর সত্ত্বাধিকারী জনাব মোঃ বেলায়েত হোসাইন সর্বদা নিষ্ঠার  সাথে প্রতিটা কাজ সম্পাদন করেন। গ্রাহকের স্বার্থ রক্ষায় সব সময় আপোষহীন। এই প্রতিষ্ঠানটি সব সময় সততার সাথে কাজ করে আসায় সকল স্তরের গ্রাহকদের নিকট খুবই নির্ভরযোগ্য ও আস্থাভাজন প্রতিষ্ঠান।  ঢাকা সহ বাংলাদেশের বড় বড় শহরে এর সেবা কার্যক্রম বিস্তৃত রয়েছে। উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে ৭,৫০০ টি প্লট বিক্রয়ে ঢাকা হোমস সাহায্য করেছে।

সুদুর আমেরিকা বসে আপনার সপ্নের প্লট বাঁ এপার্টমেন্ট ক্রয় করতে পারেন খুব সহজে। যদি আপনি ঢাকা হোমস এর সাহায্য গ্রহণ করেন। ঢাকা হোমসের রয়েছে বাংলাদেশের সব চেয়ে বড় এবং নির্ভরযোগ্য রিয়েল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ। যাদের প্লট গুলো খুব আকর্ষণীয়, উন্নত যোগাযোগ ও মনোরম পরিবেশে অবস্থিত।



ঢাকা হোমস এর সত্ত্বাধিকারী জনাব মোঃ বেলায়েত হোসাইন সব সময় গ্রাহকদের সেবা দেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেও তিনি ১ মাস ২১ দিন বাংলাদেশে ঘুরে এসেছেন। এসময় তিনি বিভিন্ন গ্রাহকদের  বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেন। তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কাজ ঘুরে  দেখেন।  



ঢাকা হোমস যেসব রিয়েল স্টেট প্রতিষ্ঠানের সাথে কাজ করছে তাদের কয়েকটির নাম উল্লেখ করছি।

# বসুন্ধরা প্রকল্প,
# স্বদেশ প্রপার্টিজ লিঃ
# বিশ্বাস বিল্ডারস লিঃ,
# এজি প্রপার্টিজ ( রিজেন্ট টাউন) ,
#  ভেলেনছিয়া ( এসএকেপিডিএল) কক্সবাজার,
# হাইপেরিওন বিল্ডারস, ।  



যোগাযোগ করুনঃ

# মোঃ আব্দুল্লাহ খোকন

জেনারেল ম্যানেজার,

ঢাকা হোম,

কক্স বাজার অফিস ঠিকানাঃ

হাইপেরিওন, হোয়াইট প্যালেস

প্লট # ৩৫, ব্লক # সি, কলাতলী আ/এ,

কক্সবাজার।

টেলিফোনঃ +8801711278120, 01914739373







# তামান্না তুরিন

ঢাকা অফিস,

ঠিকানাঃ বাড়ী # ১, রোড # ৬, সেক্টর #৪,

উত্তরা, ঢাকা-১২৩০

টেলিফোনঃ 01742839596



# লাস ভেগাস অফিস

টেলিফোন 702-227-8007, 702-210,2839

Email: info@dhakahome.com