লস এঞ্জেলেসের লেইক উডের ডেল আমু ও ক্লার্ক এভিনিউয়ে গত ১৮ই ডিসেম্বর ২০১৫ তারিখ শুক্রবারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই এবাদ আহমেদ নামের একজন বাংলাদেশী বংশোদ্ভূত নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)। মৃত্যু কালে তার বয়স ছিল মাত্র ২৪ বছর। তার বাবার নাম জনাব হেলাল আহমেদ(হানু) । বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি সিলেটের বাগির ঘাটে।
মরহুমের জানাজা নামাজ আগামী ২৩ শে ডিসেম্বর ২০১৫ তারিখ, বুধবারে অনুষ্ঠিত হবে।
সময়ঃ দুপুর ০১:০০ টায়,
স্থানঃ Pierce Brothers Valhalla Memorial Park
10621 Victory Blvd, North Hollywood. CA 91606
জানাজা স্থলে পবিত্র যোহরের নামাজেরও ব্যবস্থা করা হবে। মরহুমের পিতা জনাব হেলাল আহমেদ(হানু) কমিউনিটির সকল কে তার ছেলের জানাজাতে অংশ নেয়ার অনুরোধ করেছেন। তিনি সকলের কাছে সকলের প্রার্থনার সময় তার পরলোক গমন করা সন্তানের জন্য দোয়া চেয়েছেন। যারা কাজের জন্য জানাজ অনুষ্ঠানে আসতে পারবেন না , তাদের সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তার পিতা।
উল্লেখ্য, গত ১৮ই ডিসেম্বর ২০১৫ তারিখ শুক্রবারে লস এঞ্জেলেসের লেইক উডের ডেল আমু ও ক্লার্ক এভিনিউয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এবাদ মিরাজ আহমেদ নিহত হন ।
স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা টি ঘটে বলে জানা যায়। এবাদ আহমেদ একটি গাড়িতে যাত্রী হিসেবে যাচ্ছিল। এ ঘটনা শোনার পর স্থানিয় বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
লস এঞ্জেলেসের সকল মুসলিম অধিবাসীকে উক্ত জানাজা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
মরহুমের জানাজা নামাজ আগামী ২৩ শে ডিসেম্বর ২০১৫ তারিখ, বুধবারে অনুষ্ঠিত হবে।
সময়ঃ দুপুর ০১:০০ টায়,
স্থানঃ Pierce Brothers Valhalla Memorial Park
10621 Victory Blvd, North Hollywood. CA 91606
জানাজা স্থলে পবিত্র যোহরের নামাজেরও ব্যবস্থা করা হবে। মরহুমের পিতা জনাব হেলাল আহমেদ(হানু) কমিউনিটির সকল কে তার ছেলের জানাজাতে অংশ নেয়ার অনুরোধ করেছেন। তিনি সকলের কাছে সকলের প্রার্থনার সময় তার পরলোক গমন করা সন্তানের জন্য দোয়া চেয়েছেন। যারা কাজের জন্য জানাজ অনুষ্ঠানে আসতে পারবেন না , তাদের সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তার পিতা।
উল্লেখ্য, গত ১৮ই ডিসেম্বর ২০১৫ তারিখ শুক্রবারে লস এঞ্জেলেসের লেইক উডের ডেল আমু ও ক্লার্ক এভিনিউয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এবাদ মিরাজ আহমেদ নিহত হন ।
স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা টি ঘটে বলে জানা যায়। এবাদ আহমেদ একটি গাড়িতে যাত্রী হিসেবে যাচ্ছিল। এ ঘটনা শোনার পর স্থানিয় বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
লস এঞ্জেলেসের সকল মুসলিম অধিবাসীকে উক্ত জানাজা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।