যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
রাজ্যের গভর্নর জেরি ব্রাউন লস
এঞ্জেলেসে জরুরি অবস্থা জারি
করেন।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মিথেন গ্যাস
নিঃস্বরণের ঘটনার জের ধরে বিক্ষোভ
ও নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার
প্রেক্ষিতে এ জরুরি অবস্থা ঘোষণা করা
হয়েছে।
জেরি ব্রাউন বুধবার (৬ জানুয়ারি) এ
ঘোষণা দেন। ঘোষণায় তিনি পর্টার
র্যান্স অঞ্চলে গ্যাসের এ নিঃস্বরণ
বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান।
জরুরি অবস্থার ঘোষণা সম্বলিত এ সংবাদ
বিজ্ঞপ্তিতে ব্রাউনের অফিস জানায়,
গ্যাস নিঃস্বরণের এ ঘটনা দীর্ঘস্থায়ী
হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যালিসো
ক্যানিয়ন নামের গ্যাস ফিল্ডে গত
বছরের ২৩ অক্টোবর গ্যাস নিঃস্বরণ শুরু
হয়। এতে প্রতিদিন বাতাসে ৬২ মিলিয়ন
ঘনফুট মিথেন গ্যাস যুক্ত হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ, বিক্ষোভ
মিছিল করেছে স্থানীয় অধিবাসীরা।
অনেকে বাধ্য হয়ে অন্যত্র চলে যান।
রাজ্যের গভর্নর জেরি ব্রাউন লস
এঞ্জেলেসে জরুরি অবস্থা জারি
করেন।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মিথেন গ্যাস
নিঃস্বরণের ঘটনার জের ধরে বিক্ষোভ
ও নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার
প্রেক্ষিতে এ জরুরি অবস্থা ঘোষণা করা
হয়েছে।
জেরি ব্রাউন বুধবার (৬ জানুয়ারি) এ
ঘোষণা দেন। ঘোষণায় তিনি পর্টার
র্যান্স অঞ্চলে গ্যাসের এ নিঃস্বরণ
বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান।
জরুরি অবস্থার ঘোষণা সম্বলিত এ সংবাদ
বিজ্ঞপ্তিতে ব্রাউনের অফিস জানায়,
গ্যাস নিঃস্বরণের এ ঘটনা দীর্ঘস্থায়ী
হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যালিসো
ক্যানিয়ন নামের গ্যাস ফিল্ডে গত
বছরের ২৩ অক্টোবর গ্যাস নিঃস্বরণ শুরু
হয়। এতে প্রতিদিন বাতাসে ৬২ মিলিয়ন
ঘনফুট মিথেন গ্যাস যুক্ত হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ, বিক্ষোভ
মিছিল করেছে স্থানীয় অধিবাসীরা।
অনেকে বাধ্য হয়ে অন্যত্র চলে যান।