পবিত্র মাহে রমাদান'কে স্বাগত জানিয়ে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা- লস এঞ্জেলেস চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল 'ওয়েলকাম রমাদান' সেমিনার। গত ২৮শে মে শনিবার অপরাহ্নে স্থানীয় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়। চ্যাপ্টার প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুনা ওয়েস্টার্ন জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান। এই সেমিনারে দুটি বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপিত হয়।
প্রথম অধিবেশনে "আল-কোর'আনের মাস- মাহে রমজান" বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন মুনা লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর। উক্ত প্রবন্ধের উপরে আলোচনায় অংশ নেন মোহাম্মদ ময়েজ উদ্দীন, মাও: আব্দুল মুকীত আযাদ, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসাইন, সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে "যাকাত দেয়ার গুরুত্ব ও পদ্ধতি" বিষয়ের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান। আলোচনায় অংশ নেন বিশিষ্ট কমিউনিটি লিডার বাফলা প্রেসিডেন্ট ড: আবুল হাসেম, নেইবারহুড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম, অধ্যাপক আলী আকবর, কাউন্সিলর আহমেদ ফয়সাল, শামসুল আরেফিন হাসিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: বেলাল হোসাইন এবং তরজমা করেন আহসান হাবিব আরিফ।
প্রথম অধিবেশনে "আল-কোর'আনের মাস- মাহে রমজান" বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন মুনা লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর। উক্ত প্রবন্ধের উপরে আলোচনায় অংশ নেন মোহাম্মদ ময়েজ উদ্দীন, মাও: আব্দুল মুকীত আযাদ, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসাইন, সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে "যাকাত দেয়ার গুরুত্ব ও পদ্ধতি" বিষয়ের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান। আলোচনায় অংশ নেন বিশিষ্ট কমিউনিটি লিডার বাফলা প্রেসিডেন্ট ড: আবুল হাসেম, নেইবারহুড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম, অধ্যাপক আলী আকবর, কাউন্সিলর আহমেদ ফয়সাল, শামসুল আরেফিন হাসিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: বেলাল হোসাইন এবং তরজমা করেন আহসান হাবিব আরিফ।