বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির ভক্তবৃন্দ গত ৩ জুলাই ২০১৬ ইং রোজ রবিবার এক জরুরী সভার আয়োজন করে।
সভার শুরুতেই বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নের্তৃবৃন্দ সম্প্রতি বাংলাদেশে হিন্দু পুরোহিত হত্যা ও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
এছাড়াও আগামী ২০১৬ সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
মি: ঘনেশ্বাম চিজারার উপস্থাপনায় ও অমর হালদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাপস নন্দী, তপন সরকার, গিরিন্দ্রনাথ সাহা, সুখেন্দ্র পাল(স্বপন) সন্দিপ চিজারা(চিন্টু), শুভদ্বীপ, পলাশ সাহা, দীপংকর সাহা, তাপস সাহা, অসীম দাম, শিশির চক্রবর্ত্তী, পন্ডিত গিরিশ চ্যাটার্জি, ইলিয়াস ভাই ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ এম হোসেন বাবুসহ আরোও অনেকে। আগামী ৭, ৮ ও ৯ই অক্টোবর ২০১৬ রোজ শুক্র, শনি ও রবিবার (পূর্ব ঘোষিত) শ্রী শ্রী দূর্গা পূজার দিন পুন:নির্ধারিত হয়। সেই সাথে আগামী ১৬ই অক্টোবর রোজ রবিবার শ্রী শ্রী লক্ষী পূজার দিন পুন:নির্ধারিত হয়। সভায় লসএঞ্জেলেসের একমাত্র সার্বজনীন দূর্গা পূজা সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। প্রতিবারের ন্যায় এবারও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজকবৃন্দ সকলকে ধর্ম-বর্ন নির্বিশেষে এই সার্বজনীন পূজাকে সাফল্যমন্ডিত করার জন্য সব ধরনের সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
সবশেষে সভাপতি অমর হালদার আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
সভার শুরুতেই বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নের্তৃবৃন্দ সম্প্রতি বাংলাদেশে হিন্দু পুরোহিত হত্যা ও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
এছাড়াও আগামী ২০১৬ সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
মি: ঘনেশ্বাম চিজারার উপস্থাপনায় ও অমর হালদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাপস নন্দী, তপন সরকার, গিরিন্দ্রনাথ সাহা, সুখেন্দ্র পাল(স্বপন) সন্দিপ চিজারা(চিন্টু), শুভদ্বীপ, পলাশ সাহা, দীপংকর সাহা, তাপস সাহা, অসীম দাম, শিশির চক্রবর্ত্তী, পন্ডিত গিরিশ চ্যাটার্জি, ইলিয়াস ভাই ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ এম হোসেন বাবুসহ আরোও অনেকে। আগামী ৭, ৮ ও ৯ই অক্টোবর ২০১৬ রোজ শুক্র, শনি ও রবিবার (পূর্ব ঘোষিত) শ্রী শ্রী দূর্গা পূজার দিন পুন:নির্ধারিত হয়। সেই সাথে আগামী ১৬ই অক্টোবর রোজ রবিবার শ্রী শ্রী লক্ষী পূজার দিন পুন:নির্ধারিত হয়। সভায় লসএঞ্জেলেসের একমাত্র সার্বজনীন দূর্গা পূজা সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। প্রতিবারের ন্যায় এবারও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজকবৃন্দ সকলকে ধর্ম-বর্ন নির্বিশেষে এই সার্বজনীন পূজাকে সাফল্যমন্ডিত করার জন্য সব ধরনের সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
সবশেষে সভাপতি অমর হালদার আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।