লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ‘সুন্দরবন বাঁচাও’ সেমিনার ৪ সেপ্টেম্বর

পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য ও ম্যানগ্রোভ ফরেস্ট, বাংলাদেশের সুন্দরবন এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে লস এঞ্জেলেসে এক সেমিনার আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ‘সুন্দরবন বাঁচাও’ শীর্ষক এই সেমিনার আগামী ৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭:০০টায় স্থানীয় অনুপমা রিয়া মিলনায়তনে (৪২০৩ ওয়েস্ট থার্ড স্ট্রীট, লস এঞ্জেলেস, সিএ ৯০০২০) অনুষ্ঠিত হবে।

“উন্নয়নের চাকায় থেতলানো জীবন চাই না” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সেমিনারে আয়োজদের পক্ষ থেকে সকল প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন, কর্নেল (অব) ওমর হুদা-(818) 689-0445, জাহেদুল মাহমদু জামি-(562) 405-6251, মারুফ  ইসলাম-(323) ও সাইফুল চৌধুরী-(323) 338-1417.