আগামী ৩০ অক্টোবর রবিবার লস এঞ্জেলেস প্রবাসী বৃহত্তর নোয়াখালী জেলাবাসীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হবে।
গ্রিফিথ পার্কে (4730 Crystal Springs Dr, LA, CA 90027) আয়োজিত মেলায় নাচ, গান ও নানা ধরণের বিনোদনের সাথে থাকবে হাড়ি ভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, কানামাছিসহ বিভিন্ন খেলা।
এতে কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রিফিথ পার্কে (4730 Crystal Springs Dr, LA, CA 90027) আয়োজিত মেলায় নাচ, গান ও নানা ধরণের বিনোদনের সাথে থাকবে হাড়ি ভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, কানামাছিসহ বিভিন্ন খেলা।
এতে কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।